Apple মানেই সেরা! প্রথম ফোল্ডেবল আইফোনে থাকবে এই চমক

অ্যাপল ভক্তরা দীর্ঘদিন ধরে ফোল্ডেবল আইফোন লঞ্চের জন্য অপেক্ষা করছেন। মার্কিন টেক জায়ান্টটি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, সম্প্রতি একটি রিপোর্ট তাঁদের উচ্ছ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অ্যাপল তাদের প্রথম ফোল্ডবল স্মার্টফোনের একটি প্রোটোটাইপ মডেল পরীক্ষা করছে। এটি বাজারের ছোট ফোল্ডেবল ফোনগুলির মধ্যে একটি হতে পারে।

Apple আনছে ফোল্ডেবল iPhone

ওই সূত্র অনুসারে, অ্যাপলের ফোল্ডেবল আইফোনে একটি কমপ্যাক্ট কভার ডিসপ্লে ও মাঝারি আকারের অভ্যন্তরীণ ডিসপ্লে থাকতে পারে। প্রোটোটাইপ মডেলে ৫.৪৯ ইঞ্চি কভার ডিসপ্লে এবং ৭.৭৪ ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রিন রয়েছে বলে জানা গিয়েছে। যদি খবরটি সঠিক হয়, তাহলে এটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ডের তুলনায় বেশ ছোট হবে।

READ MORE:  Xiaomi 15 Xiaomi 15 Ultra Launch Date: স্মার্টফোনে DSLR-এর ক্যামেরা! ভারতে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে Xiaomi 15 ও Xiaomi 15 Ultra | Xiaomi 15 Ultra Specification

৭.৭৪ ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রিন ডিভাইসটিকে অন্যতম কমপ্যাক্ট ফোল্ডেবল মডেলের তকমা দেবে। আকারে এটি ওপ্পো ফাইন্ড এন২-এর কাছাকাছি, যা ২০২২ সালে ৫.৫৪ ইঞ্চি কভার স্ক্রিন ও ৭.১ ইঞ্চি ইন্টার্নাল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছিল। তবে মনে রাখবেন শুধু এই একটা নয়, অ্যাপল সম্ভবত একাধিক প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ফলে চূড়ান্ত মডেলে এই মাত্রা বদলে যেতেও পারে।

READ MORE:  AppleTV+: অ্যাপলের নতুন চমক, অ্যান্ড্রয়েড ফোনে দেখা যাবে অ্যাপল টিভি+ এর সিনেমা ও ওয়েব সিরিজ | Apple TV Plus available in Google Play Store

উল্লেখ্য, ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যান দাবি করেছেন, অ্যাপল আগামী বছরের প্রথম দিকে তাদের প্রথম ফোল্ডেবল মডেল বাজারে আনার পরিকল্পনা করছে। এটি বুক স্টাইলের ফোল্ডেবল ডিভাইস হতে পারে। তবে ম্যাক লাইনআপে ফোল্ডেবল ল্যাপটপ আসার যে গুঞ্জন চলছিল, সেই সম্ভাবনা খারিজ করে মার্ক বলেছেন, এটি বাজারে আসতে অনেক দেরি।

READ MORE:  Blinkit starts Delivery iPhone MacBook: ১০ মিনিটেই আইফোন, আইপ্যাড সহ সমস্ত Apple প্রোডাক্টের ডেলিভারি, নয়া পরিষেবা ব্লিঙ্কিটের | Blinkit Deliver Apple Product 10 minutes Select Cities
Scroll to Top