লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Apple iphone 16 Sale in Indonesia: অবশেষে ব্যান উঠলো iPhone 16 সিরিজের উপর থেকে, ১১ এপ্রিল থেকে বিক্রি শুরু | Apple iphone 16 Series Ban Lifted in Indonesia

Published on:

গত বছর অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার সরকার অ্যাপলের iPhone 16 মডেলের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল‌।

অবশেষে অ্যাপল প্রোডাক্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে চলেছে ইন্দোনেশিয়া। আমেরিকার টেক জায়ান্টটি সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে। গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া iPhone 16 সিরিজকে ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। তবে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে তৎপর হয়েছে ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয়। আগামী মাস থেকে অ্যাপলের আইফোন সিরিজ ইন্দোনেশিয়ায় বিক্রির জন্য উপলব্ধ হবে।

READ MORE:  কম দামে ফাটাফাটি ফিচারের OnePlus 12 কিনতে চান? এখানে রয়েছে জব্বর অফার

অক্টোবর ২০২৪ সালে নিষেধাজ্ঞা জারি করা হয়

গত বছর অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার সরকার অ্যাপলের iPhone 16 মডেলের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যার কারণ হিসেবে বলা হয়েছিল যে, অ্যাপলকে ইন্দোনেশিয়ায় বিক্রি হওয়া আইফোনের ৪০% যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করতে হবে। অ্যাপল এই শর্তগুলি এখন পূরণ করেছে বলে মনে হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, Apple শর্ত পূরণের জন্য ইন্দোনেশিয়ার সরকারের সাথে ২৮০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে। অ্যাপল একটি বিবৃতিতে জানিয়েছে যে ইন্দোনেশিয়ায় iPhone 16 সিরিজের বিক্রি ১১ এপ্রিল থেকে শুরু হবে।

READ MORE:  সস্তায় নতুন 5G স্মার্টফোন বাজারে আনছে Poco, ফাঁস হল র‍্যাম, প্রসেসর, ও ডিজাইন

২০টি প্রোডাক্টের জন্য সার্টিফিকেশন পেয়েছে অ্যাপল

কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেবরি হেন্ড্রি অ্যান্থনি আরিফ বলেছেন যে, “আমরা ২০টি অ্যাপল প্রোডাক্টের জন্য লোকাল সার্টিফিকেশন ইস্যু করেছি। আগামী মাস থেকে আ্যাপল প্রোডাক্ট এদেশে পাওয়া যাবে।”

এশিয়ার প্রথম R&D সেন্টার খোলা হবে

অ্যাপলের তরফ থেকে ২৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি ছাড়াও ইন্দোনেশিয়ায় সেমিকন্ডাক্টর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খোলা হবে বলে আমেরিকার টেক জায়ান্টটি ঘোষণা করেছে। এটি এশিয়ায় কোম্পানির প্রথম R&D (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) সেন্টার হবে।

READ MORE:  ১২ জিবি র‌্যামের ফোনের সাথে বাম্পার ডিসকাউন্ট, ৯ হাজার টাকার কমে কেনার সুযোগ

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.