Apple MacBook Air 2025 Launched: M4 চিপ সহ MacBook Air (2025) ল্যাপটপ লঞ্চ করল Apple, দাম কত দেখে নিন | Apple MacBook Air 2025 Price in India
এক ধার দিয়ে পর পর নতুন ডিভাইস লঞ্চ করে চলেছে Apple। আইফোন, আইপ্যাডের পর এদিন লঞ্চ হল নতুন MacBook Air (২০২৫)। দু’রকম স্ক্রিন সাইজ রয়েছে এই ল্যাপটপের, মিলবে আপডেটের M4 প্রসেসর। রেটিনা ডিসপ্লের পাশাপাশি ১৬ জিবি পর্যন্ত RAM পাওয়া যাবে এই ডিভাইসে। আর কী কী ফিচার রয়েছে এবং কত দাম পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক।
ভারতে আপডেটেড MacBook Air এর দাম শুরু ৯৯,৯০০ টাকা থেকে। এই বেস মডেলে ১৬ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। বড় ভ্যারিয়েন্ট বা ১৫ ইঞ্চির ল্যাপটপের দাম ১,২৪,৯০০ টাকা, যেখানে ১৬ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। প্রি-অর্ডার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতে বিক্রি শুরু হবে ১২ মার্চ থেকে।
১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি এই দুই সুপার রেটিনা ডিসপ্লে ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ল্যাপটপটি। রয়েছে আপডেটেড M4 প্রসেসর, চারটি পারফরম্যান্স কোর এবং চারটি এফিসিয়েন্সি কোর সমন্বিত ১০ কোর সিপিইউ, সাথে একটি ১৬ কোর নিউরাল ইঞ্জিন এবং একটি ৮ কোর GPU।
এই ল্যাপটপে হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড রে ট্রেসিংয়ের সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা ২৪ জিবি পর্যন্ত RAM এবং ২ টিবি পর্যন্ত SSD স্টোরেজ রাখতে পারবেন। অন্যান্য ফিচারের মধ্যে আছে Wi-Fi 6E এবং ব্লুটুথ ৫.৩, দুটি থান্ডারবোল্ট ৪/USB ৪ পোর্ট, একটি ম্যাগসেফ ৩ চার্জিং পোর্ট, টাচ আইডি বাটন, একটি ফোর্স টাচ ট্র্যাকপ্যাড যা ফোর্স ক্লিক এবং মাল্টি-টাচ জেসচার সমর্থন করে।
১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ারে ৫৩.৮ ওয়াট আওয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি এবং ৭০ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। যদিও বক্সে ৩০ ওয়াট ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টার মিলবে। ১৫ ইঞ্চি সংস্করণে রয়েছে ৬৬.৫ ওয়াট আওয়ারের ব্যাটারি, যা ১৫ ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং এবং ১৮ ঘন্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক দিতে পারবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় যেখানে গোটা দেশে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) জামিন…
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) কি নিরাপদ রয়েছে? আধার-প্যান লিঙ্ক করেছেন তো? সময় মত কেওয়াইসি…
প্রীতি পোদ্দার, কলকাতা: পহেলগাঁও নৃশংস হত্যালীলার পর তীব্র প্রতিশোধের আগুন জ্বলছে দেশের প্রত্যেক নাগরিকের মনে।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত ঘোষণার পরই বিশ্বের ধনী ব্যক্তিদের…
সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কী বেসরকারি সেক্টরে চাকরি করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।…
This website uses cookies.