Argentina Vs Brazil: ৪-১ গোলে ব্রাজিলকে উড়িয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিল আর্জেন্টিনা | Argentina Defeated Brazil 4-1
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রাজিলকে কার্যত তাড়া করে হারাল চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা (Argentina)। 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোরে 4-1 ব্যবধানে হলুদ ব্রিগেডকে নাস্তানাবুদ করে ছাড়ে আর্জেন্টিনা। যার জেরে আসন্ন বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি ব্রাজিলের মর্যাদায় আঁচড় কাটল লিওনেল মেসির দেশ।
বুধবারের ম্যাচে একেবারে শুরু থেকে মাঝমাঠ দখলের লড়াইয়ে এগিয়েছিল আর্জেন্টিনীয়রা। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিলের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল তাদের। কিন্তু চাহিদার থেকেও অতিরিক্ত 2 পয়েন্ট পেয়ে গেল মেসিহীন আর্জেন্টিনা। ম্যাচের 4 মিনিটের মাথায় এদিন আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন জুলিয়ান আলভারেজ।
আলভারেজের গোলে আত্মবিশ্বাস চাগার দিয়ে ওঠে বাকিদের। এরপর দ্বিতীয় গোলটি আসে একেবারে 12 মিনিটের মাথায়। মাঝ মাঠের চিরশত্রু ব্রাজিলের জালে বল জড়ান ফার্নান্দেজ। বলা চলে, এদিন যাবতীয় পরিকল্পনা সেরে এসেছিল আর্জেন্টিনা। আলভারেজদের ম্যাচ দেখে মনে হচ্ছিল, তাঁরা ব্রাজিলকে এক চুল জায়গাও ছাড়বে না। তবে ব্রাজিল অবশ্য 26 মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করে।
দলের হয়ে গোল করেন কুনহা। কিন্তু এরপর আর বল পায়ে জালে বল জড়ানো হয়নি ব্রাজিলিয়ানদের। দাপট দেখিয়েছে শুধুই আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে 37 মিনিটের মাথায় তৃতীয় গোল করে বড় চমক দেন ম্যাক অ্যালিস্টার। চেনা প্রতিদ্বন্দ্বির কাছে যে এমন করুণ অবস্থা হবে সে কথা হয়তো দুঃস্বপ্নেও কল্পনা করেননি ব্রাজিলিয়ানরা।
বিরতির পর সুদ না হোক, অন্তত আসলটা আর্জেন্টিনাকে ফিরিয়ে দিতে আমরণ চেষ্টা করেছিল ব্রাজিল। গোল করার লক্ষ্য নিয়ে সুযোগ তৈরি করেছিল তাঁরা। তবে শেষ পর্যন্ত সুযোগ নষ্টের রোগ ডোবালো ব্রাজিলকে। রুদ্ধশ্বাস চেষ্টার পরও সাফল্যের মুখ দেখতে পাচ্ছিল না ব্রাজিল। এমন আবহে, ব্রাজিলের ঘাড়ে ছুরি বসিয়ে ফের 71 মিনিটের মাথায় চতুর্থ গোলটি করে বসেন আর্জেন্টিনার সিমিওনে।
অবশ্যই পড়ুন: দিল্লির ম্যাচে ব্যর্থতার জের, মালিক গোয়েঙ্কার জেরার মুখে ঋষভ পন্থ?
সব মিলিয়ে, শেষ পর্যন্ত, রাফিনিয়ার কথাই ফলে গেল। তবে তা একেবারে উল্টোভাবে। হ্যাঁ, ব্রাজিলিয়ান তারকা হুঙ্কার ছেড়েছিলেন, বিশ্বকাপ বাছাইয়ে ওদের (আর্জেন্টিনা) গুঁড়িয়ে দেব। ম্যাচ শেষেও তেমনটাই হলো, তবে ব্রাজিল নয়, নেইমারহীন দলকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনা। যার জেরে ব্রাজিলের বিশ্বকাপে যোগ্যতা অর্জন ঝুলেই রইল।
এবার ভারতে আসছে অ্যালকাটেল (Alcatel) ব্র্যান্ডের স্মার্টফোন। এই ব্র্যান্ডটি পরিচালনা করে ফরাসি প্রযুক্তি সংস্থা টিসিএল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা…
খুব তাড়াতাড়ি আইফোনের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দিতে পারে Apple। কারণ চলতি বছরের শেষের…
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও…
This website uses cookies.