Ashish Nehra's Coach: গুরুদক্ষিণা! ছোটবেলার কোচকে ঘর ছাড়ার নোটিশ, জেনেই নতুন বাড়ি কিনে দিলেন নেহরা | Tarak Sinha Got New House From Ashish Nehra
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছেলেবেলার কোচের অপমান সহ্য করতে পারেননি ভারতীয় তারকা (Ashish Nehra)। তাই সিদ্ধান্ত নেন গুরুদক্ষিণা হিসেবে কোচকে নতুন বাড়ি কিনে দেওয়ার। আর সেই লক্ষ্যেই পা বাড়িয়ে শৈশবকালের কোচ তারক সিংহকে বাড়ি কিনে দিয়েছিলেন ভারতের অন্যতম সেরা বাঁ হাতি পেসার আশিস নেহরা। সূত্রের খবর, কোচ সিংহকে বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছেন বাড়িওয়ালা, সেই খবর কানে আসতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ভারতীয় তারকা নেহরাকে তাঁর ছোটবেলায় কোচিং করাতেন তারক। মূলত তাঁর হাত ধরেই দিল্লির সিনেট ক্রিকেট ক্লাব তৈরি হয়েছিল। যে ক্লাবের হয়েই নিজের শৈশবকালীন ক্রিকেট জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন ভারতীয় তারকা ঋষভ পন্থ। কাজেই এহেন এক ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা তারক সিংহকে বাড়ি ভাড়ার জন্য ঝামেলা পোয়াতে হচ্ছে জেনেই কোচকে গুরুদক্ষিণা হিসেবে বাড়ি কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন ভারতের অন্যতম দুরন্ত পেসার আশিস নেহরা।
যদিও ভারতীয় তারকার এই কীর্তি এতদিন আলোচনার আড়ালে ছিল। সামনে এলো সাংবাদিক বিজয় লোকপল্লির লেখা বইয়ের হাত ধরে। সাংবাদিকের লেখা বইয়ের পাতায় উঠে এসেছে ছেলেবেলার কোচ তারকের প্রতি নেহরার কর্তব্যের কথা। বইটিতে উল্লেখ আছে, ভারতীয় পেসার জানতে পেরেছিলেন কোচ তারককে ঘর ছাড়ার নোটিশ দিয়েছেন বাড়িওয়ালা। এই অপ্রত্যাশিত ঘটনা জানার পরই কোচের জন্য বাড়ি খুঁজতে শুরু করেন টিম ইন্ডিয়ার পুরনো সৈনিক।
জানা যায়, ওই সময়ে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে অনুশীলনে পৌঁছতেন আশিস। কোচের জন্য বাড়ি খুঁজতে গিয়ে এমনই একদিন দেরিতে প্র্যাকটিসে যাওয়ার পর কোচ তারক তাঁকে জিজ্ঞেস করেন কেন রোজ এভাবে দেরি হচ্ছে। উত্তরে মুখে কোনও শব্দ না করে কোচের হাতে নতুন বাড়ির চাবি ধরিয়ে দেন নেহরা। বলেন, আপনার যাতে কোনও সমস্যা না হয় সেজন্যই নতুন বাড়ি কিনেছি। এখন থেকে সেখানেই থাকবেন।
ভারতীয় ক্রিকেটের অন্দরে কান পাতলে শোনা যাবে তারক সিংহ নামটা। দেশের অন্যতম সেরা কোচ মনে করা হয় তাঁকে। ক্রিকেটের প্রতি তারক সিংহের ঝোঁক ছিল ছেলেবেলা থেকেই। সেই পথ ধরেই 1969 সালে মাত্র 19 বছর বয়সে দিল্লিতে সিলেট ক্রিকেট ক্লাব তৈরি করেন তিনি। যে ক্লাবের হয়ে খেলে বড় হয়ে উঠেছেন আশিস নেহরা থেকে শুরু করে ঋষভ পন্থ, আকাশ চোপড়া, শিখর ধাওয়ান, আঞ্জুম চোপড়ার মতো খেলোয়াড়রা। মনে করা হয়, এই তারকের হাত ধরেই জাতীয় দলের তাবড় তাবড় ক্রিকেটারের জন্ম।
বলা বাহুল্য, ছাত্রদের কাছে ওস্তাদজি নামে খ্যাত এই তারক সিংহ 2001 সালে ভারতের মহিলা দলের কোচ ছিলেন। জানা যায়, মূলত 1 বছরের জন্যই তারকের কাঁধে এই দায়িত্ব দিয়েছিল ম্যানেজমেন্ট। নিজের অসামান্য কৃতিত্বের জন্য বহুবার ভুয়সী প্রশংসা কুড়িয়েছেন তারক। পেয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফে দ্রোণাচার্য সম্মানও। এহেন একজন ভারতীয় নক্ষত্র 2021 সালের 6 নভেম্বর ছাত্রদের কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর। বর্তমানে তিনি পৃথিবীতে না থাকলেও তাঁর কৃতিত্ব আজও অনুপ্রেরণা যোগায় শত শত তরুণ ক্রিকেটারকে।
সহেলি মিত্র, কলকাতাঃ তাপপ্রবাহের মাঝেই টানা ঝড়, বৃষ্টি চলছে বাংলাজুড়ে। আর এর জেরে দহনজ্বালা থেকে…
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
This website uses cookies.