সৌভিক মুখার্জী, কলকাতা: জ্যোতিষশাস্ত্র (Astrology) নিয়ে যারা খুঁটিনাটি কিছু খবরাখবর রাখেন, তারা সবাই জানেন, গ্রহ-নক্ষত্রের অবস্থান মানেই জীবন পরিবর্তনের ইঙ্গিত। আর সেই পরিবর্তন কখনও শুভ হয়, আবার কখনও নিয়ে আসে অশুভ ধাক্কা। তবে মে মাসে ঘটতে চলেছে এমন এক জ্যোতিষীয় ঘটনা, যার প্রভাব পড়তে চলেছে তিনটি বিশেষ রাশির উপর। হ্যাঁ, বলা চলে সোনায় সোহাগা হবে তারা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আসলে আমরা বলছি বুধ এবং বৃহস্পতিবার এক বিরল যোগ ত্রিএকাদশ যোগের কথা। সঙ্গে লাভদৃষ্টি যোগের প্রভাব পড়ছে। আর এই দুই গ্রহের মিলন কোনো সাধারণ যোগ নয়, বরং জীবনে আনতে পারে আকস্মিক অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্পর্কের দৃঢ়তা।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা হতে চলেছে সোনায় সোহাগা। হঠাৎ করেই টাকা হাতে আসতে পারে। হতে পারে সেটা কোন সম্পত্তি বিক্রি থেকে বা পুরনো কোন পাওনা বা অজানা উৎস থেকে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন, তাদের জন্য এই সময়টা অনুকূল। এমনকি পরিবারের দীর্ঘদিনের ঝামেলাও মিটতে পারে। ব্যবসায় স্থিতিশীলতা আসবে এবং আর্থিক লাভ হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে উন্নতির সময়। হ্যাঁ, মে মাসে বদলাতে পারে ভাগ্যের দরজা। বিশেষ করে চাকরিজীবীদের জন্য এই সময় প্রমোশন, ট্রান্সফার বা নতুন চাকরির অফার আসতে পারে। জানা যাচ্ছে, বুধ এবং বৃহস্পতির এই বিশেষ যোগ সমাজ এবং বন্ধুত্বের সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। কেউ নতুন সম্পর্কে জড়াতে পারেন, আবার কেউ বিদেশ যাত্রার সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফলাফল ইতিবাচক হতে পারে।
মকর রাশি
যারা মকর রাশির জাতক জাতিকা, তাঁদের এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বা দাম্পত্য জীবনে সুখ আসতে পারে। এমনকি দীর্ঘদিন ধরে আটকে থাকা কোন গুরুত্বপূর্ণ চুক্তিও চূড়ান্ত হতে পারে। পাশাপাশি যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে আনন্দ এবং বোঝাপড়া আরও বাড়বে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে।
কবে তৈরি হচ্ছে এই শুভ যোগ?
জ্যোতিষশাস্ত্র বলছে, এই আশীর্বাদের তুল্য যোগ তৈরি হবে আগামী ৫ই মে, ২০২৫ থেকে। ৬০ ডিগ্রির কৌণিক স্থানে বুধ এবং বৃহস্পতি একত্রিত হবে বলে জানাচ্ছে জ্যোতিষীরা। তাই শুভযাত্রা হিসেবেই দেখা হচ্ছে এই সময়কালকে। ত্রিএকাদশ যুগ এবং লাভদৃষ্টি যোগ মিলিত হয়ে ভাগ্য বদলাতে চলেছে এই তিন রাশির, যাদের আসবে আকস্মিক পরিবর্তন এবং সবকিছু ইতিবাচক ফলাফল।