লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Asus ROG Delta 2 Price: ১৫ মিনিটের চার্জে চলবে ১৫ ঘন্টা, গেমারদের জন্য বাজারে এল Asus ROG Delta 2 হেডসেট | Asus ROG Delta 2 Headset Launched

Published on:

Asua সম্প্রতি ROG Delta 2 প্রিমিয়াম গেমিং হেডসেট লঞ্চ করেছে। আধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের এই হেডসেটটি আপাতত চীনে লঞ্চ হয়েছে এবং এর দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৫০০ টাকা। এই হেডসেটের অন্যতম আকর্ষণীয় দিক হল এর ট্রাই-মোড কানেক্টিভিটি। ব্যবহারকারীরা ইচ্ছেমতো ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস, ব্লুটুথ কিংবা ৩.৫ এমএম অডিও জ্যাক ব্যবহার করে একে পিসি, প্লেস্টেশন, এক্সবক্স (ওয়্যারড মোডে) এবং মোবাইল ডিভাইসে কানেক্ট করতে পারবেন।

READ MORE:  Smart TV: Lumio-র হাত ধরে ভারতের স্মার্ট টিভির বাজারে নতুন চমক, সস্তায় 55 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন | Lumio Vision Series Smart TV Launched in India

এদিকে সাউন্ডের জন্য এতে ৫০ এমএম টাইটানিয়াম-প্লেটেড ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এতে ভার্চুয়াল ৭.১ সারাউন্ড সাউন্ড সাপোর্ট করবে, ফলে গেম খেলার সময় অন্যদিকে মন যাবে না। আব Asus ROG Delta 2 হেডসেটটির ডিট্যাচেবল ১০ এমএম সুপার-ওয়াইডব্যান্ড বুম মাইক্রোফোন উচ্চ মানের ভয়েস কমিউনিকেশনের সুবিধা দেয়।

এর আরেকটি চমৎকার ফিচার হল ডুয়ালফ্লো অডিও প্রযুক্তি, যা একসাথে দুটি ডিভাইস থেকে অডিও প্লেকরারর সুবিধা দেবে। ব্যাটারি লাইফের কথা বললে, আসুস দাবি করেছে, RGB লাইটিং বন্ধ অবস্থায় একবার চার্জে হেডসেটটি ১১০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১৫ মিনিটের ফাস্ট চার্জিংয়ে এটি ১১ ঘণ্টা ব্যাকআপ দেবে।

READ MORE:  HP Victus 15: এএমডি রাইজেন প্রসেসর ও দীর্ঘ ব্যাটারির সাথে HP Victus 15 ল্যাপটপ লঞ্চ হল, দাম কত | HP Victus 15 Launched in India

ডিজাইনের কথা বললে ৩১৮ গ্রাম ওজনের Asus ROG Delta 2 হেডসেটটি D-শেপ এরগোনমিক ইয়ার কুশন সহ এসেছে, যা দীর্ঘ সময় ব্যবহারের করলেও আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.