Ather Rizta ইলেকট্রিক স্কুটির দাম 15,000 টাকা দাম কমল, ফুল চার্জে চলবে 159 কিমি

চলতি মাসে নয়া অফার “February Family Treat” নিয়ে হাজির হয়েছে Ather Energy। সেই অফারের অধীনে ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Ather Rizta এর উপর দারুন ছাড় দেওয়া হচ্ছে। ১৫ হাজার টাকা দাম কমে গেছে এই বৈদ্যুতিক স্কুটির। ইলেকট্রিক স্কুটারের বাজারে এটি কোম্পানির অন্যতম সেরা মডেল বলে দাবি করা হয়েছে।

Ather Rizta: অফার

ডিসকাউন্ট এবং বেনিফিট পাওয়া যাবে গুজরাত, তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু এবং কেরালায়। গুজরাতে, ইলেকট্রিক স্কুটারের উপর ১০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় রয়েছে, তার পাশাপাশি ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে ৭৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে।

READ MORE:  পেট্রল গাড়ির থেকে 80 শতাংশ সস্তা! 2 ঘন্টা চার্জ দিলে 200 কিমি ছুটবে এই ইলেকট্রিক গাড়ি

তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু এবং কেরালায় ইলেকট্রিক স্কুটারের উপর ক্রেডিট কার্ড ইএমআই-তে ৭৫০০ টাকা অব্দি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। এর পাশাপাশি ৪,৯৯৯ টাকা মূল্যের Eight70 ওয়ারেন্টি বিনামূল্যে পাওয়া যাবে এবং ২,৯৯৯ টাকার Halo Bit বিনামূল্যে দেওয়া হবে। এই ছয় রাজ্য ছাড়া দেশের বাকি অংশে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ অফার এবং ৭,৫০০ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড ইএমআই অফার পাওয়া যাবে।

READ MORE:  একটা যুগের অবসান! চিরকালের মতো জনপ্রিয় বাইকের বিক্রি বন্ধ করছে KTM

Ather Rizta: ব্যাটারি, পারফরম্যান্স ও রেঞ্জ

এই স্কুটারে দু’রকম ব্যাটারি ভ্যারিয়েন্ট রয়েছে – ২.৯ কিলোওয়াট আওয়ার এবং ৩.৭ কিলোওয়াট আওয়ার। এটির রেঞ্জ ফুল চার্জে ১২৩ কিলোমিটার থেকে ১৫৯ কিলোমিটার। সর্বোচ্চ ৫.৭ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। টপ স্পিড প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারে ৭ ইঞ্চি এলসিডি স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল, ওয়েদার রিপোর্ট, কল এলার্ট ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Ather Rizta: ইলেকট্রিক স্কুটার চালান মাতৃভাষায়! বাংলা, হিন্দি সহ নানা ভাষার সুবিধা আনল Ather | Ather Rizta Electric Scooter Multi Language

Scroll to Top