Ather Rizta ইলেকট্রিক স্কুটির দাম 15,000 টাকা দাম কমল, ফুল চার্জে চলবে 159 কিমি
চলতি মাসে নয়া অফার “February Family Treat” নিয়ে হাজির হয়েছে Ather Energy। সেই অফারের অধীনে ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Ather Rizta এর উপর দারুন ছাড় দেওয়া হচ্ছে। ১৫ হাজার টাকা দাম কমে গেছে এই বৈদ্যুতিক স্কুটির। ইলেকট্রিক স্কুটারের বাজারে এটি কোম্পানির অন্যতম সেরা মডেল বলে দাবি করা হয়েছে।
ডিসকাউন্ট এবং বেনিফিট পাওয়া যাবে গুজরাত, তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু এবং কেরালায়। গুজরাতে, ইলেকট্রিক স্কুটারের উপর ১০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় রয়েছে, তার পাশাপাশি ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে ৭৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে।
তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু এবং কেরালায় ইলেকট্রিক স্কুটারের উপর ক্রেডিট কার্ড ইএমআই-তে ৭৫০০ টাকা অব্দি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। এর পাশাপাশি ৪,৯৯৯ টাকা মূল্যের Eight70 ওয়ারেন্টি বিনামূল্যে পাওয়া যাবে এবং ২,৯৯৯ টাকার Halo Bit বিনামূল্যে দেওয়া হবে। এই ছয় রাজ্য ছাড়া দেশের বাকি অংশে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ অফার এবং ৭,৫০০ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড ইএমআই অফার পাওয়া যাবে।
এই স্কুটারে দু’রকম ব্যাটারি ভ্যারিয়েন্ট রয়েছে – ২.৯ কিলোওয়াট আওয়ার এবং ৩.৭ কিলোওয়াট আওয়ার। এটির রেঞ্জ ফুল চার্জে ১২৩ কিলোমিটার থেকে ১৫৯ কিলোমিটার। সর্বোচ্চ ৫.৭ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। টপ স্পিড প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারে ৭ ইঞ্চি এলসিডি স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল, ওয়েদার রিপোর্ট, কল এলার্ট ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ ব্যর্থতার পর AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে কার্যত বিফলে গিয়েছে…
রঙের উৎসব কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে চরম দাবদহের তাণ্ডব (Heat Wave)। আবহাওয়া…
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
This website uses cookies.