লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ATM Charge: এবার ATM ব্যবহার করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা! ১লা মে থেকে নয়া নিয়ম RBI-র || RBI Approves Hike Of Rs 2 For Financial Transactions

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কোটি কোটি গ্রাহকদের চিন্তা বাড়লো। ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার ATM লেনদেন নিয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে। এবার এটিএম ব্যবহার করতে গেলেই গুনতে হবে অতিরিক্ত টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে। যার ফলে এবার আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত ২ টাকা চার্জ এবং অ-আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত ১ টাকা চার্জ বাড়ানো হচ্ছে। আর এই নতুন চালু হচ্ছে আগামী ১লা মে থেকে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কারা বেশি প্রভাবিত হবেন?

বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, এই পরিবর্তনের ফলে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে ছোট ব্যাংকগুলি, যাদের নিজস্ব এটিএম নেটওয়ার্ক কম। কারণ তাদের অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করার জন্য আরো বেশি পরিমাণে টাকা গুনতে হবে। যদিও ব্যাংকগুলি এখন গ্রাহকদের উপর এই বাড়তি চার্জ চাপাবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে অতীত ঘাঁটলে আমরা দেখতে পাব, শেষ ১০ বছরে যখনই ইন্টারচেঞ্জ ফি পরিবর্তন হয়েছে, তার প্রভাব সরাসরি গ্রাহকদের উপরেই পড়েছে। ফলে এবারও ব্যাঙ্কগুলি অতিরিক্ত খরচ গ্রাহকদের উপরই চাপিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

READ MORE:  ৩৯% ডিএ না পেলে রাজ্যে বড় আন্দোলন, বাজেটে বড় পদক্ষেপ নেবে মমতা

এটিএম ইন্টারচেঞ্জ ফি কী?

এটিএম ইন্টারচেঞ্জ ফি হল একটি বিশেষ চার্জ, যা একটি ব্যাঙ্ক অন্য একটি ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে কাটা হয়। এই চার্জ সাধারণত লেনদেনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে ধরা হয়, যা পরোক্ষভাবে গ্রাহকদের কাছ থেকেই আদায় করা হয়। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কত টাকা বাড়ল চার্জ?

নতুন নিয়ম অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি বাড়িয়ে এবার ১৭ টাকা থেকে ১৯ টাকা করা হচ্ছে। পাশাপাশি অ-আর্থিক লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ ব্যালেন্স ইনকোয়ারি বা অন্যান্য যেকোনো পরিষেবার জন্য ইন্টারচেঞ্জ ফি ৬ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে। 

READ MORE:  7th Pay Commission: আজই চূড়ান্ত সিদ্ধান্ত! DA নিয়ে বড় খবর সরকারি কর্মীদের জন্য | May Central Government Announce Dearness Allowance Today

কেন চার্জ বাড়ান হল ATM Charge?

ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের পিছনে কিছু কারণ রয়েছে। প্রথমত হোয়াইট-লেবেল এটিএম অপারেটরদের আবেদন। এই অপারেটররা দাবি করেছিল যে, বর্তমান ইন্টারচেঞ্জ ফি দিয়ে তারা লাভজনকভাবে ব্যবসা চালাতে পারছে না। ফলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেটেশন অফ ইন্ডিয়া (NPCI) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে এই ফি বৃদ্ধির অনুমতি চেয়েছিল, যা বর্তমানে অনুমোদিত হয়েছে।

গ্রাহকদের জন্য নয়া নিয়ম

বর্তমান সময়ে মেট্রো শহরগুলিতে গ্রাহকরা অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে ফ্রিতে ৫টি লেনদেন করতে পারে এবং নন-মেট্রো এলাকায় প্রতি মাসে ফ্রিতে ৩টি লেনদেন করতে পারে। এবার এই নতুন নিয়ম চালু হলে এই সীমার বেশি লেনদেনের জন্য আরও বেশি পরিমাণে টাকা গুনতে হবে।

READ MORE:  UCO Bank LBO Recruitment 2025: UCO Bank-এ শয়ে শয়ে শুন্যপদে নিয়োগ! মিলবে DA, DR! স্নাতক হলেই করুন আবেদন | Dearness Allowance With DR, Know UCO Bank Recruitment Process

ছোট ব্যাংকগুলির উদ্বেগ

এই পরিবর্তনের ফলে ছোট ব্যাংকগুলির উপর আর্থিক চাপ সরাসরি পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কারণ, তাদের সীমিত এটিএম নেটওয়ার্ক থাকায় তারা বড় ব্যাংকের এটিএম ব্যবহার করে। ফলে এই অতিরিক্ত খরচ তাদের সামাল দিতে হবে। নতুন এই পরিবর্তন সাধারণ মানুষ থেকে ছোট ব্যাংক, সবার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয়, ব্যাংকগুলি কীভাবে এই পরিবর্তনকে সামাল দেয় এবং গ্রাহকদের উপর কতটা চাপ পড়ে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.