লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ATM Transaction Fees: আর ফ্রিতে তোলা যাবে না টাকা! ATM কার্ডের খরচ বাড়াল এই ব্যাঙ্ক | ATM Transaction Charge Of Kotak Mahindra Bank

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাড়ছে ATM ব্যবহারের (ATM Transaction) খরচ। আর সেই পথ ধরেই এবার গ্রাহকদের ATM কার্ডে লেনদেনের ওপর বাড়তি চার্জ বসাতে চলেছে ভারতের একটি অন্যতম বেসরকারি ব্যাঙ্ক। সূত্রের খবর, আগামী 1 মে থেকে দেশের এই বেসরকারি ব্যাঙ্ক তাদের ATM মেশিন থেকে লেনদেনের ওপর অতিরিক্ত খরচ যোগ করবে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেই ঘোষণা। ফলত, ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত খরচ গুনতেই হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কটির গ্রাহকদের।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ATM কার্ডের লেনদেনে এবার মোটা অঙ্ক চার্জ করবে এই ব্যাঙ্ক

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ATM ট্রানজাকশনের ক্ষেত্রে মাসিক ফ্রি লিমিটের বাইরে ATM ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানোর কথা ঘোষণা করা হয়েছিল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সেই নির্দেশিকা অনুযায়ী এবার গ্রাহকদের লিমিট শেষ হলেই বাকি লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত ATM চার্জ কাটবে দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক কোটক মাহিন্দ্রা।

READ MORE:  লক্ষ্মীর ভাণ্ডারের ১২০০ টাকা অতীত, এখন থেকে প্রত্যেক মহিলা পাবে ২৫০০ টাকা

বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, আগামী 1 মে থেকে নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর গ্রাহকরা লিমিটের বাইরে লেনদেন করলে প্রতি লেনদেনের ক্ষেত্রে ATM চার্জ হিসেবে 23 টাকা কাটা হবে। জানিয়ে রাখি, আগে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী এই চার্জ ছিল 21 টাকা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কত গুলি ফ্রি ট্রানজাকশন পাবেন গ্রাহকরা?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, বেশিরভাগ বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে ATM কার্ডে লেনদেন অর্থাৎ ATM মেশিন থেকে লেনদেন করার ক্ষেত্রে মূলত 5টি ফ্রি ট্রানজাকশন লিমিট বাঁধা থাকে। সম্প্রতি ইমেলের মাধ্যমে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও তাদের গ্রাহকদের জন্য প্রতি মাসে 5টি ফ্রি ATM লেনদেনের সুবিধা বহাল রাখার কথা জানিয়েছে। মনে রাখতে হবে, এই ফ্রি লিমিট পেরিয়ে গেলেই প্রতি লেনদেন অতিরিক্ত চার্জ ধার্য হবে।

অবশ্যই পড়ুন: সম্মান বাঁচাতে নতুন চমক KKR-র! বড় তারকাকে বাদ দিয়ে কেমন একাদশ নামাচ্ছেন রাহানে?

দিনে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে?

দৈনিক টাকা উইথড্রলের বিষয়টি নির্ভর করে গ্রাহকদের অ্যাকাউন্টের ধরন কী তার ওপর। সেক্ষেত্রে বলে রাখি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এজ প্রো ও Ace অ্যাকাউন্ট হোল্ডাররা প্রতিদিন সর্বোচ্চ 1 লক্ষ টাকা ATM থেকে তুলতে পারবেন। তবে যদি অ্যাকাউন্ট ইজি পে হয়ে থাকে তবে সেই অ্যাকাউন্ট হোল্ডার প্রতিদিন সর্বোচ্চ 25 হাজার টাকার বেশি তুলতে পারবেন না।

READ MORE:  LIC Pension Plan: LIC-র পেনশন প্ল্যানে মিলবে ৬টি দারুণ সুবিধা | Life Insurance Corporation Smart Pension Plan

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.