ATM Transaction Fees: আর ফ্রিতে তোলা যাবে না টাকা! ATM কার্ডের খরচ বাড়াল এই ব্যাঙ্ক | ATM Transaction Charge Of Kotak Mahindra Bank
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাড়ছে ATM ব্যবহারের (ATM Transaction) খরচ। আর সেই পথ ধরেই এবার গ্রাহকদের ATM কার্ডে লেনদেনের ওপর বাড়তি চার্জ বসাতে চলেছে ভারতের একটি অন্যতম বেসরকারি ব্যাঙ্ক। সূত্রের খবর, আগামী 1 মে থেকে দেশের এই বেসরকারি ব্যাঙ্ক তাদের ATM মেশিন থেকে লেনদেনের ওপর অতিরিক্ত খরচ যোগ করবে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেই ঘোষণা। ফলত, ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত খরচ গুনতেই হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কটির গ্রাহকদের।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ATM ট্রানজাকশনের ক্ষেত্রে মাসিক ফ্রি লিমিটের বাইরে ATM ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানোর কথা ঘোষণা করা হয়েছিল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সেই নির্দেশিকা অনুযায়ী এবার গ্রাহকদের লিমিট শেষ হলেই বাকি লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত ATM চার্জ কাটবে দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক কোটক মাহিন্দ্রা।
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, আগামী 1 মে থেকে নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর গ্রাহকরা লিমিটের বাইরে লেনদেন করলে প্রতি লেনদেনের ক্ষেত্রে ATM চার্জ হিসেবে 23 টাকা কাটা হবে। জানিয়ে রাখি, আগে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী এই চার্জ ছিল 21 টাকা।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, বেশিরভাগ বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে ATM কার্ডে লেনদেন অর্থাৎ ATM মেশিন থেকে লেনদেন করার ক্ষেত্রে মূলত 5টি ফ্রি ট্রানজাকশন লিমিট বাঁধা থাকে। সম্প্রতি ইমেলের মাধ্যমে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও তাদের গ্রাহকদের জন্য প্রতি মাসে 5টি ফ্রি ATM লেনদেনের সুবিধা বহাল রাখার কথা জানিয়েছে। মনে রাখতে হবে, এই ফ্রি লিমিট পেরিয়ে গেলেই প্রতি লেনদেন অতিরিক্ত চার্জ ধার্য হবে।
অবশ্যই পড়ুন: সম্মান বাঁচাতে নতুন চমক KKR-র! বড় তারকাকে বাদ দিয়ে কেমন একাদশ নামাচ্ছেন রাহানে?
দৈনিক টাকা উইথড্রলের বিষয়টি নির্ভর করে গ্রাহকদের অ্যাকাউন্টের ধরন কী তার ওপর। সেক্ষেত্রে বলে রাখি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এজ প্রো ও Ace অ্যাকাউন্ট হোল্ডাররা প্রতিদিন সর্বোচ্চ 1 লক্ষ টাকা ATM থেকে তুলতে পারবেন। তবে যদি অ্যাকাউন্ট ইজি পে হয়ে থাকে তবে সেই অ্যাকাউন্ট হোল্ডার প্রতিদিন সর্বোচ্চ 25 হাজার টাকার বেশি তুলতে পারবেন না।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.