ATM Withdrawal: ডেবিট কার্ড ছাড়া ATM থেকে এভাবে তুলুন টাকা | How To Withdrawal Cash From ATM Without Debit Card
সহেলি মিত্র, কলকাতাঃ এখুনই এটিএম (ATM) থেকে টাকা তুলতে হবে? কিন্তু সঙ্গে কার্ড নেই? তাহলে চিন্তা নেই, এবার আপনি অনায়াসেই এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বর্তমানে ডিজিটাল যুগ চলছে। আর এই সময়ে এখন অনেকেরই পকেটে ক্যাশ টাকা থাকে না। কারণ এখন সকলের মোবাইলেই রয়েছে ইউপিআই। তবে অনেক সময়ে এমন পরিস্থিতি আসে যখন নগদ টাকার খুব দরকার পড়ে যায়, কিন্তু তখন আবার কাছে এটিএম কার্ড থাকে না। সেক্ষেত্রে কী করবেন?
১) এটিএম কার্ড ছাড়া টাকা তুলতে হলে, আপনাকে BHIM, Paytm, Google Pay, PhonePay ইত্যাদি UPI ভিত্তিক অ্যাপ ব্যবহার করতে হবে।
২) আপনাকে এটিএম-এ যেতে হবে এবং কার্ডলেস টাকা তোলার বিকল্পটি নির্বাচন করতে হবে।
৩) এবার আপনাকে UPI অ্যাপটি খুলতে হবে এবং QR কোডটি স্ক্যান করতে হবে।
৪) এর পরে, UPI এর মাধ্যমে প্রমাণ দেওয়ার পরে, আপনি নগদ টাকা তুলতে পারবেন।
এবার জানতে হবে আপনি কত টাকা অবধি তুলতে পারবেন। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়া ক্যাশ তোলার একটি সীমা নির্ধারিত করা হয়েছে। আপনি প্রতিদিন ৫ হাজার টাকা অবধি তুলতে পারবেন। এখন এই ৫ হাজার টাকা আপনি চাইলে একবারেই তুলতে পারেন বা দু’বার বা তিনবারেও কার্ডলেস ট্রানজ্যাকশনের মাধ্যমে করতে পারবেন। কিছু ব্যাঙ্ক আবার এই সীমা ১০,০০০ টাকা অবধিও করেছে।
এখন প্রশ্ন উঠছে, এই পদ্ধতিটি আদৌ কতটা নিরাপদ? বিশেষজ্ঞদের মতে, UPI অ্যাপের মাধ্যমে টাকা তোলার এই পদ্ধতিটি বেশ নিরাপদ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই পদ্ধতি সম্পর্কে বলেছিল যে এটি একটি অত্যন্ত নিরাপদ পদ্ধতি। এতে কার্ড ক্লোনিং সম্ভব নয়। এর মানে হল এটি আপনাকে ব্যাংকিং জালিয়াতি থেকে রক্ষা করে।
UPI এর মাধ্যমে, আপনি দিনে মাত্র ১০,০০০ টাকা নগদ তুলতে পারবেন। এর পাশাপাশি, এখন টাকা তোলার সময়, এটিএম কার্ডের পরিবর্তে আপনাকে কেবল স্মার্টফোনটি পার্স থেকে বের করতে হবে। এটি কিছুটা সময় সাশ্রয়ী পদ্ধতিও।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.