Australia Vs England: ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে অঘটন! ভারতের জাতীয় সংগীত চালাল পাকিস্তান.. তারপর? | ICC Champions Trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া(Australia) বনাম ইংল্যান্ডের(England) হাই ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে ঘটল এক বড়সড় অঘটন! হ্যাঁ, আন্তর্জাতিক স্তরে, আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফির মতো প্রতিযোগিতায় ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়ার(Australia) জাতীয় সংগীত চালানোর পরিবর্তে ভারতের জাতীয় সংগীত চালানোর ঘটনাটা অজিদের জন্য সত্যিই অঘটন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তবে এই অঘটন অস্ট্রেলিয়ার হাত ধরে ঘটেনি, ঘটিয়েছিল আয়োজক পাকিস্তান। তবে রোহিত শর্মাদের জাতীয় সংগীত বাজানোর কয়েক মুহূর্তের মধ্যেই তড়িঘড়ি ভুল সংশোধন করে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত চালিয়ে দেয় পাক কর্তারা। আর এই ঘটনার পরই সমাজ মাধ্যম জুড়ে হাসির রোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি তাহলে এখনও ভারতকে মন থেকে সরাতে পারেনি?

READ MORE:  India Vs New Zealand: দলে যোগ দিল নতুন মুখ! খেলেবন কিউইদের ম্যাচেই, রইল টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ | Team India Possible XI Vs New Zealand

ঠিক কী ঘটেছিল?

শনিবার নির্ধারিত সময়ে মতো পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে গড়িয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি ম্যাচ। তবে এই হাই ভোল্টেজ ম্যাচ শুরুর আগে বড়সড় ভুল করে ফেলে আয়োজক দেশ পাকিস্তান। সূত্রের খবর, ম্যাচের আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দলের ছেলেরাই প্রার্থনায় এসেছিল। সেই মতো অজিরাও তাদের জাতীয় সঙ্গীতে গলা মেলানো শুরু করবেন এমন সময়ে শোনা গেল, টিম ইন্ডিয়ার জাতীয় সংগীত। আর এই ঘটনার পরই খানিকটা হলেও ক্ষুব্ধ হয়েছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে পাকিস্তানের পক্ষ থেকে তড়িঘড়ি ভারতের জাতীয় সংগীত বদলে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত চালানো হয়। তবে এই গোটা অঘটন অল্প সময়ের মধ্যে ঘটলেও তার রেশ শুধুই গদ্দাফি স্টেডিয়ামে সীমাবদ্ধ থাকেনি। কয়েক মুহূর্তের মধ্যেই গোটা ঘটনার দৃশ্যত বিবরণ ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই পাকিস্তানের কীর্তিতে হাসির রোল পড়ে যায় নেট নাগরিকদের মধ্যে। আর এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের প্রতি পাকিস্তানের দরদী মনোভাব নিয়ে।

READ MORE:  Odisha FC Vs Mohun Bagan: লিগ শিল্ড জয়ের স্বপ্ন অধরা থাকবে? মোহনবাগানকে ফ্যসাদে ফেলতে চলেছে ওড়িশা | ISL Mohun Bagan Standing

একপ্রকার ভাঙা দল নিয়ে লড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে!

শনিবার চ্যাম্পিয়নস ট্রফির বি গ্রুপের ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তবে এই দুই মহারথীর লড়াইয়ে কিছুটা হলেও শক্তি হারিয়েছে অস্ট্রেলিয়া। সূত্র বলছে, দলের ছেলেদের চোট নিয়ে একপ্রকার ভেঙে পড়েছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস থেকে শুরু করে ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের মতো গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটাররা চোরের কারণে দলে নেই।

READ MORE:  Champions Trophy 2025: 'মরার ওপর খাঁড়ার ঘা', চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে PCB | PCB Faces Huge Financial Loss Due To Pakistan Exit From Champions Trophy

ফলত, অভিজ্ঞ অজি তারকাদের পরিবর্তে দলে ভিড়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। আর তাদের নিয়েই ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শনিবার মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। কাজেই ইংলিশ বাহিনীর বিরুদ্ধে চোট জর্জরিত দলে নতুন মুখেদের আগমন ঘটলেও অভিজ্ঞ শক্তিশালী খেলোয়াড়দের অনুপস্থিতে এক প্রকার ভাঙা দল নিয়েই লড়তে হচ্ছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট সিদ্ধান্ত কোহলির, চাপে পড়বেন বাবররা