Bad News For Australia: ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় ঝটকা খেল অস্ট্রেলিয়া! বাদ তারকা প্লেয়ার |Australia Gets Big Bad News Before Semi-Finals
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিপক্ষে সেমিতে নামার আগেই বিরাট ধাক্কা খেলো ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়া (Australia)! রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে চরম শিক্ষা দিয়েছে রোহিত শর্মা বাহিনী। যার জেরে সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে মেন ইন ব্লু-র। এহেন আবহে, রোহিতদের বিপক্ষে মাঠে নামার আগেই চোটের কাছে মাথা নুইয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার বৃষ্টি বিধ্বস্ত আফগানিস্তানের ম্যাচেই ঘটে চরম বিপত্তি!
ভারতের বিপক্ষে মঙ্গলবার দুবাইয়ের মাঠ দখলের আগেই শেষ মুহূর্তে দলে বড়সড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। সূত্রের খবর, শুক্রবার আফগানিস্তানের ম্যাচে আচমকা চোট পান অজি তারকা ম্যাথু শর্ট। অস্ট্রেলিয়ান ওপেনার চোট পেতেই তাঁকে বিশ্রামে পাঠায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
আর এই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের বিরুদ্ধে 22 গজে নামার আগেই এক প্রকার নড়েচড়ে বসেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া। শোনা যাচ্ছে, ম্যাথুর চোট থাকায় তাঁর বিকল্প হিসেবে স্থলাভিষেক হয়েছে 21 বছর বয়সী কুপার কনলির।
অস্ট্রেলিয়ার বাঁ হাতি তরুণ ব্যাটসম্যান ওরফে স্পিনার কনলিকে টুর্নামেন্টের শুরু থেকেই স্কোয়াডে রেখেছিল অস্ট্রেলিয়া। আর সেই কারণেই ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে অজিদের সাথেই ছিলেন তিনি।। রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচের আগেই সুদুর পাকিস্তান থেকে দুবাইয়ে আসে অস্ট্রেলিয়ানরা। সেই দলে ছিলেন কনলিও। ফলত সেই কারণেই, তাঁকে আলাদাভাবে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হয়নি।
অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার কনলি মূলত বাঁহাতি ব্যাটসম্যান। তবে বাঁ হাতেই দুরন্ত ঘূর্ণির জোর রয়েছে তাঁর। রিপোর্ট বলছে, প্রধানত দলে বাঁহাতি স্পিনারের অভাব ঘোচাতেই তড়িঘড়ি তাঁকে টেনে নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এই তরুণ খেলোয়াড়ের আন্তর্জাতিক কেরিয়ার কতটা আকর্ষণীয় দেখে নিন একনজরে। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে 1টি টেস্ট, 2টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও 3টি ওয়ানডে ম্যাচ খেলেছেন কনলি।
সূত্র বলছে, তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার খুব একটা উল্লেখযোগ্য নয়। লিস্ট এ ক্রিকেটেও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। খেলোয়াড়ের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে, ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এখনও পর্যন্ত 9টি 50 ওভারের ম্যাচে মোট 117 রান তুলেছেন তিনি। একই সাথে ভেঙেছেন 3টি উইকেটও।
ম্যাথু শর্টকে হারানোর পর একপ্রকার চিন্তায় ভেঙে পড়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বর্তমানে তরুণ কনলির দলে ফেরা ভারতের বিপক্ষে কিছুটা স্বস্তি দিয়েছে অজিদের। এমতাবস্থায় কানে আসছে নতুন খবর, শোনা যাচ্ছে সেমিফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে সুযোগ পেতে পারেন অস্ট্রেলিয়ার আরেক তরুণ তারকা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। সূত্র বলছে, খুব সম্ভবত শীঘ্রই তাঁকে নিয়ে আশানুরূপ ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
অবশ্যই পড়ুন: আচমকাই দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য, সেমির আগে ঝটকা টিম ইন্ডিয়ায়
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্য়ালেক্স ক্যারি, বেন ডারশিস, ন্যাথন এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস ল্যাবুশান, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সাঙ্ঘা, অ্যাডাম জাম্পা ও কুপার কনলি।
সহেলি মিত্র, কলকাতাঃ তাপপ্রবাহের মাঝেই টানা ঝড়, বৃষ্টি চলছে বাংলাজুড়ে। আর এর জেরে দহনজ্বালা থেকে…
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
This website uses cookies.