লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Bajaj CT 110X: মাত্র ৬০,০০০ টাকার এই বাইকে পাবেন ৮০kmpl মাইলেজ, থাকবে আরও অত্যাধুনিক ফিচার

Published on:

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। একসময় বাজাজ পালসার বাইকের জনপ্রিয়তা মন জয় করে নিয়েছিল সমস্ত স্তরের মানুষের।

READ MORE:  Flipkart OMG Sale: স্পেশাল সেলে সস্তা হল দুর্দান্ত ক্যামেরার Vivo Y58 5G ফোন, রয়েছে ৬০০০mAh শক্তিশালী ব্যাটারি | Vivo Y58 5G Price

জনপ্রিয়তার শীর্ষে Bajaj CT 110X

Bajaj CT 110X রীতিমত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এই নতুন বাইকে শক্তিশালী ইঞ্জিন অফার করা হয়েছে। ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে রীতিমত প্রত্যেক ভারতীয়ের নজর আছে এই বাইকের দিকে। আজই বাজাজ ডিলারশিপ এ গিয়ে এই বাইক বুক করে নিতে পারেন। এই বাইকে ১১৫.৪৫ সিসির একটি ইঞ্জিন রয়েছে যা ৮.৬ PS পাওয়ার ও ৯.৮১ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ৪ স্পিড গিয়ার থাকবে। এই মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা।

READ MORE:  সস্তায় অনলাইন কেনাকাটার দিন শেষ? ক্রেতাদের উপর প্রোটেক্ট প্রমিজ ফি চাপাচ্ছে Flipkart

বাইকটি Splendor এর থেকেও সস্তা

এই বাজাজ এর বাইক ৮০ kmpl এর মাইলেজ দেয়। এতে ১১ লিটারের ট্যাঙ্ক আছে। তাই একবার তেল ভরলে এই বাইক ৭৭০ কিমি যেতে পারে। বাইকটি সর্বোচ্চ ৯০ কিমি ঘটা বেগে দৌড়াতে পারে। তিনটি রঙে তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে মেট ওয়াইল্ড গ্রিন, এবোনি ব্ল্যাক রেড এবং এবোনি ব্ল্যাক ব্লু। এই বাইকে সেগমেন্টের সবচেয়ে ভালো ফিচার পাওয়া যায়। এই বাইকের এক্স শোরুম দাম মাত্র ৬০,০০০ টাকা। এত সস্তায় এমন ফিচার সমৃদ্ধ বাইক আপনি পাবেন না কোথাও। তাই আপনিও যদি এই বাইক কিনতে চান, তাহলে অবশ্যই বাজাজ ডিলারশিপে পৌঁছে যান।

READ MORE:  Ola Roadster X: ওলার প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ, ৯.১ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি ও ৫০১ কিমি রেঞ্জ!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.