Bajaj Freedom CNG New Variant Launch: Bajaj আমজনতার খরচ কমাতে একটি নতুন CNG মোটরসাইকেল বাজারে আনতে চলেছে | How Much Price Bajaj Freedom CNG New Variant
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: Bajaj গত বছর জুলাইতে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল, Freedom 125 বাজারে এনেছিল। ভারতে বাইকটির বিক্রি ইতিমধ্যেই ৫০ হাজারের গন্ডি টপকে গিয়েছে। আগামী দিনে দেশের আরও শহরে উপলব্ধ হলে সংখ্যাটা দ্রুত বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আবার সূত্রের দাবি, বাজাজ এখন ফ্রিডমের নতুন ভেরিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করছে। নয়া সিএনজি মডেলে আরও বড় ক্যাপাসিটির ইঞ্জিন দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি, Bajaj Freedom 125 CNG তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় – ড্রাম, ড্রাম এলইডি ও ডিস্ক এলইডি। দাম ৯০,০০০ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হচ্ছে। বর্তমানে ফ্রিডমে ১২৫ সিসির ইঞ্জিন উপলব্ধ, তবে কোম্পানি এই সিএনজি প্রযুক্তিকে আরও বড় ডিসপ্লেসমেন্ট মোটরসাইকেলে নিয়ে যেতে প্রস্তুত। তাই আগামী ১২-১৮ মাসের মধ্যে দেশে ১৫০ সিসি সিএনজি বাইক দেখার সম্ভাবনা রয়েছে বলে বাইকওয়ালের এক রিপোর্টে দাবি করা হয়েছে।
Bajaj Freedom 125 মোটরসাইকেলে ১২৫ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ৯.৫ হর্সপাওয়ার শক্তি এবং ৯.৭ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে ছয় গতির গিয়ারবক্স উপলব্ধ। বাজাজ জানিয়েছে যে, সিএনজি মোডে চলার সময় বাইকটির সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা এবং পেট্রলে প্রতি ঘন্টায় ৯৩ প্রতি কিমি গতিতে ছুটতে পারে।
বাইকটি চালানোর খরচ একটি পেট্রল টু-হুইলারের তুলনায় প্রায় অর্ধেক। এতে ২ কেজি সিএনজি ট্যাঙ্ক ২০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ প্রদান করে। উপরন্তু, মোটরসাইকেলটির ২ লিটার পেট্রল ট্যাঙ্ক একটি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করে। সিএনজি জ্বালানি শেষ হয়ে গেলে পেট্রল ১৩০ কিলোমিটার বেশি রেঞ্জ প্রদান করে। সব মিলিয়ে ৩৩০ কিলোমিটার মাইলেজ। তবে সিটি ও হাইওয়েতে মাইলেজ কমবেশি হবে।
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
iQOO Z10 ফোনটিতে শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে…
সুমন পাত্র, কলকাতা: তরুণ প্রজন্মের কাছে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। তবে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৮শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ…
আপনি যদি প্রতিদিন অজানা নম্বর থেকে কল পেয়ে বিরক্ত হয়ে থাকেন, তবে এই সমস্যা খুব…
This website uses cookies.