লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Bajaj Freedom CNG New Variant Launch: Bajaj আমজনতার খরচ কমাতে একটি নতুন CNG মোটরসাইকেল বাজারে আনতে চলেছে | How Much Price Bajaj Freedom CNG New Variant

Published on:

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: Bajaj গত বছর জুলাইতে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল, Freedom 125 বাজারে এনেছিল। ভারতে বাইকটির বিক্রি ইতিমধ্যেই ৫০ হাজারের গন্ডি টপকে গিয়েছে। আগামী দিনে দেশের আরও শহরে উপলব্ধ হলে সংখ্যাটা দ্রুত বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আবার সূত্রের দাবি, বাজাজ এখন ফ্রিডমের নতুন ভেরিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করছে। নয়া সিএনজি মডেলে আরও বড় ক্যাপাসিটির ইঞ্জিন দেওয়া হতে পারে।

READ MORE:  KTM 160 Duke RC 160 Features: তরুণ প্রজন্মের মনে ঝড় তুলতে আসছে KTM এর প্রথম 160 সিসি বাইক! দাম কেমন হবে | KTM 160 Duke RC 160 Price

Bajaj Freedom CNG লাইনআপে নতুন মডেল আসছে

জানিয়ে রাখি, Bajaj Freedom 125 CNG তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় – ড্রাম, ড্রাম এলইডি ও ডিস্ক এলইডি। দাম ৯০,০০০ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হচ্ছে। বর্তমানে ফ্রিডমে ১২৫ সিসির ইঞ্জিন উপলব্ধ, তবে কোম্পানি এই সিএনজি প্রযুক্তিকে আরও বড় ডিসপ্লেসমেন্ট মোটরসাইকেলে নিয়ে যেতে প্রস্তুত। তাই আগামী ১২-১৮ মাসের মধ্যে দেশে ১৫০ সিসি সিএনজি বাইক দেখার সম্ভাবনা রয়েছে বলে বাইকওয়ালের এক রিপোর্টে দাবি করা হয়েছে।

READ MORE:  Hero Karizma XMR 210 Combat Edition: হিরোর বড় চমক, ফাইটের জেটের স্টাইলে আসছে নতুন বাইক, প্রকাশ হল টিজার | Hero Karizma XMR 210 Combat Edition Launch

Bajaj Freedom 125 মোটরসাইকেলে ১২৫ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ৯.৫ হর্সপাওয়ার শক্তি এবং ৯.৭ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে ছয় গতির গিয়ারবক্স উপলব্ধ। বাজাজ জানিয়েছে যে, সিএনজি মোডে চলার সময় বাইকটির সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা এবং পেট্রলে প্রতি ঘন্টায় ৯৩ প্রতি কিমি গতিতে ছুটতে পারে।

বাইকটি চালানোর খরচ একটি পেট্রল টু-হুইলারের তুলনায় প্রায় অর্ধেক। এতে ২ কেজি সিএনজি ট্যাঙ্ক ২০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ প্রদান করে। উপরন্তু, মোটরসাইকেলটির ২ লিটার পেট্রল ট্যাঙ্ক একটি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করে। সিএনজি জ্বালানি শেষ হয়ে গেলে পেট্রল ১৩০ কিলোমিটার বেশি রেঞ্জ প্রদান করে। সব মিলিয়ে ৩৩০ কিলোমিটার মাইলেজ। তবে সিটি ও হাইওয়েতে মাইলেজ কমবেশি হবে।

READ MORE:  সমস্ত গাড়ি এবার মেড-ইন-ইন্ডিয়া! দেশেই ইলেকট্রিক বাইক উৎপাদন করবে Honda

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.