লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Bajaj Pulsar Bike: বাইক চালিয়ে মজা পাবেন, বাজাজ নতুন ফিচার্সের সাথে আনছে জনপ্রিয় পালসার | Bajaj Pulsar N160 ABS Mode Launch

Published on:

ABS মোডের সাথে আসছে Pulsar NS160৷ বাইকে তিনটি এবিএস মোড পাওয়া যাবে – রেন, রোড এবং অফ-রোড৷

Bajaj Auto নিঃশব্দে Pulsar NS160 আপডেট করেছে। এই জনপ্রিয় মেকেড বাইকের নতুন সংস্করণে ABS মোড যোগ করেছে সংস্থা। আপডেট ভার্সন ডিলারশিপে আসতে শুরু করেছে বলে জানা গিয়েছে, যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি। উল্লেখ্য, বর্তমানে বাইকটি ১.২৫ লক্ষ টাকায় বিক্রি করছে বাজাজ। অতীতে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে, সংস্থা কোনও মডেলে নতুন ফিচার যোগ করলেও, দাম একই রেখেছে। Pulsar NS160 এর ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করা হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

READ MORE:  বাজার তোলপাড়ের অপেক্ষা! লঞ্চের আগেই ফাঁস Ola Electric-এর নতুন Gen 3 স্কুটারের দাম

ABS মোডের সাথে আসছে Pulsar NS160

এবিএস মোড বৈশিষ্ট্যটি Pulsar RS200-এর জন্যও যুক্ত করা হয়েছিল , যা জানুয়ারিতে নতুন আঙ্গিকে বাজারে এসেছে। NS160 মডেলে এখন বাম-হাতের সুইচগিয়ারে একটি ডেডিকেটেড বোতাম রয়েছে, যা রাইডারদের বিভিন্ন এবিএস মোড – রেন, রোড এবং অফ-রোড – এর মধ্যে টগল করার অনুমতি দেয়। তাছাড়া, আসন্ন OBD-2B নির্গমন নিয়ম অনুসারে ইঞ্জিনটি আপডেট হতে পারে, তবে পারফরম্যান্স কোনও পরিবর্তন দেখা যাবে না।

READ MORE:  দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া ১০টি স্কুটার, চার নম্বরে কে জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে | Top 10 Best Selling Scooters in February

প্রসঙ্গত, বাজাজ গত বছরের ফেব্রুয়ারি মাসে সেমি ডিজিটাল কনসোলটি সরিয়ে দিয়ে মোটরসাইকেলটি নেগেটিভ এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এতে স্মার্টফোন কানেক্টিভিটি রয়েছে যা গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে। পাশাপাশি কল এবং এসএমএস নোটিফিকেশনের অ্যাক্সেস দেয়। এছাড়া, ফুল এলইডি লাইটিং সিস্টেম, ১২ লিটার জ্বালানি ট্যাঙ্ক, এবং ডুয়াল চ্যানেল এবিএস অপশন রয়েছে।

যান্ত্রিক দিক থেকে, Bajaj Pulsar NS160 অপরিবর্তিত। এতে ১৬০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে, যা ৯০০০ আরপিএম গতিতে ১৭ হর্সপাওয়ার ক্ষমতা ও ৭,২৫০ আরপিএম স্পিডে ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ফাইভ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। বাইকটি একটি পেরিমিটার ফ্রেম দ্বারা আবদ্ধ। আপসাইড ডাউন বা USD ফর্ক ও প্রিলোড-অ্যাডজাস্টেবল মনোশক সহ ১৭-ইঞ্চি চাকার উপর চলে।

READ MORE:  জলের দরে কিনুন Hero HF Deluxe, অফিস, বাজার যাওয়ার জন্য মিলবে অনবদ্য মাইলেজ

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.