লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Bajaj Pulsar Discounts: এপ্রিলের শুরুতেই দারুণ খবর, বাজাজ পালসারের দাম ৭,৩০০ টাকা পর্যন্ত কমল | Bajaj Pulsar Crosses 2 Crore Sales Milestone

Published on:

বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে ২ কোটি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে এটি। বলা বাহুল্য, পালসারের এমন বিপুল জনপ্রিয়তা বিশ্বের মোটরসাইকেল বাজারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। এই নজির উদযাপনের জন্য, বাজাজ অটো নির্বাচিত পালসার মডেলগুলির জন্য বিশেষ মূল্য নির্ধারণের ঘোষণা করেছে।

বিশ্বের ৫০টি দেশে ২ কোটি পালসার বিক্রি হল

পালসার লাইনআপ তার শক্তিশালী পারফরম্যান্স, ডিজাইন, কম দাম, ও সামান্য রক্ষণাবেক্ষণ খরচের জন্য জনপ্রিয়। শুধু ভারত নয়, বিদেশেও এই বাইক সমান দাপট দেখাচ্ছে। ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৭ বছরের মধ্যে ১ কোটি পালসার বিক্রি হয়েছে। আর ২০১৯ সাল থেকে ২০২৫ সালের মধ্যে বিক্রি দুই কোটি টপকে গিয়েছে। উক্ত সময়ের মধ্যে বাজাজ পালসার ২০টিরও বেশি আন্তর্জাতিক বাজারে ১ এবং ২ নম্বর উভয় স্থান অর্জন করেছে।

READ MORE:  ভারতে গাড়ি আনার আগে ইলন মাস্কের বড় পদক্ষেপ, টাটার সঙ্গে হাত মেলালো Tesla

এই মাইলফলক অর্জনের মাধ্যমে, বাজাজ অটো একাধিক পালসার মডেলের উপর বিশেষ ছাড় চালু করেছে, যা ৭,৩০০ টাকার বেশি সাশ্রয় করার সুযোগ দিচ্ছে। এই লিমিটেড পিরিয়ড অফারটি পালসার ১২৫ নিয়ন, ১২৫ কার্বন ফাইবার, পালসার ১৫০ সিঙ্গেল ডিস্ক ও টুইন ডিস্ক, এনএস১২৫ বেস, এনএস১২৫ এবিএস, পালসার ২২০ এফ, এন১৬০ ইউএসডি, ও এন১৩০ সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

READ MORE:  দেশের একমাত্র মোটরসাইকেল যা ৩৩০ কিমি অব্দি মাইলেজ দেয়, নাম শুনলে চমকে যাবেন

বাজাজ পালসারে ৭,৩০০০ টাকার বেশি ছাড়

বাজাজ অটো যে ৭,৩৭৯ টাকার সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে, সেই অফারটি শুধুমাত্র মহারাষ্ট্র, বিহার ও পশ্চিমবঙ্গে উপলব্ধ। চলুন একনজরে দেখে নিই কোন বাইক কত টাকা সস্তা হল। পালসার ১২৫ নিয়ন দাম – ৮৪,৪৯৩ টাকা। ছাড় ১,১৮৪ টাকা। পালসার ১২৫ কার্বন ফাইবার – দাম ৯১,৬১০ টাকা। ছাড় ২০০০ টাকা। পালসার ১৫০ সিঙ্গেল ডিস্ক – দাম ১,১২,৮৩৮ লক্ষ টাকা। ছাড় ৩,০০০ টাকা। পালসার ১৫০ টুইন ডিস্ক দাম – ১,১৯,৯২৩ লক্ষ টাকা। ছাড় ৩,০০০ টাকা।

READ MORE:  বাইকে স্টাইল ও পারফরম্যান্স দুটোই চাই? সস্তায় সেরা বিকল্প Bajaj Pulsar N160

পালসার এন১৬০ ইউএসডি দাম – ১,৩৬,৯৯২ লক্ষ টাকা। ছাড় ৫,৮১১ টাকা। এনএস ১২৫ বেস মডেল নতুন দাম – ৯৯,৯৯৪ টাকা। এনএস ১২৫ এবিএস নতুন – দাম ১,০৬,৭৩৯ লক্ষ টাকা৷ পালসার এন১৬০ টিডি সিঙ্গেল সিটের নতুন দাম – ১,২২,৭২২ লক্ষ টাকা। অফার সংক্রান্ত আরও বিশদে জানার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন অথবা নিকটর্বতী ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.