Bank Holiday: এপ্রিল থেকেই সপ্তাহে মাত্র ৫ দিন ব্যাঙ্ক খোলার অনুমোদন দিল RBI? | 5 Days Week Bank
শ্বেতা মিত্র, কলকাতা: এপ্রিল মাস থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের নিয়ম? ৬ দিনের বদলে এবার কী সপ্তাহে মাত্র ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক? বর্তমানে এই জল্পনাই এখন তুঙ্গে রয়েছে। এমনিতে ব্যাঙ্ক কর্মচারী এবং তাদের ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ব্যাঙ্কগুলিতে কেবল ৫ দিনের কাজ করার নিয়ম করে দেওয়া উচিত। এই বিষয়ে, ব্যাংক ইউনিয়নগুলি বিভিন্ন উপায়ে সরকারের কাছে তাদের দাবিগুলি ক্রমাগত পৌঁছে দিচ্ছে। এমনকি এর জন্য ২৪-২৫ মার্চ দেশব্যাপী ধর্মঘটের ঘোষণাও করা হয়েছে। যদিও সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে, এই সবকিছুর মধ্যেই, কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে RBI-র বরাত দিয়ে বলা হয়েছে যে ১ এপ্রিল থেকে ব্যাঙ্কগুলিতে ৫ দিনের কাজের অনুমোদন দেওয়া হয়েছে। সত্যিই কী তাই? সবটা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
প্রতি শনি ও রবিবার নাকি ব্যাঙ্ক বন্ধ থাকবে, এই জল্পনা শুরু হয়েছে। এই দাবির মধ্যে কতটা সত্যতা আছে তা এখন সরকার নিজেই প্রকাশ করেছে। আসলে, মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে আরবিআই ১ এপ্রিল থেকে ৫ দিনের কাজের অনুমোদন দিয়েছে। এই খবর প্রকাশের পরপরই, সরকারের তথ্য-যাচাই সংস্থা এই দাবিগুলি নিয়ে তদন্ত শুরু করে। এরপর পিআইবি যা জানাল সেটি সম্পর্কে জানলে চমকে যাবেন আপনিও।
পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে যে সরকার বা আরবিআই কর্তৃক এমন কোনও নির্দেশই দেয়নি, অর্থাৎ ব্যাঙ্ক সপ্তাহে ৫ দিন খোলা থাকবে, দাবিটি ভুয়ো। সকল ক্যাডারে পর্যাপ্ত নিয়োগ, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ এবং ব্যাংকিং খাতে পাঁচ দিনের কর্ম সপ্তাহ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দাবিতে ইউএফবিইউ এই ধর্মঘট করছে। ইউএফবিইউতে নয়টি প্রধান ব্যাঙ্ক ইউনিয়ন রয়েছে, যারা সরকারি, বেসরকারি, বিদেশী ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক-র আট লক্ষেরও বেশি কর্মচারী ও কর্মকর্তার প্রতিনিধিত্ব করে।
ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি, গ্রাহকরা যাতে আরও ভালো পরিষেবা পেতে পারেন এবং বিদ্যমান কর্মীদের উপর অতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য সকল শাখায় পর্যাপ্ত কর্মী নিয়োগ করা হোক। এছাড়াও, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, পাঁচ দিনের কর্ম সপ্তাহ বাস্তবায়ন এবং সরকার কর্তৃক সম্প্রতি জারি করা কর্মক্ষমতা পর্যালোচনা এবং উৎপাদনশীলতা সম্পর্কিত PLI প্রকল্প প্রত্যাহারের দাবিও রয়েছে।
সুমন পাত্র, কলকাতা: Amazon নিয়ে এসেছে স্পেশাল সেল Electronics Premier League Sale। এই সেলে ব্র্যান্ডেড…
সুমন পাত্র, কলকাতা: Poco F7 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি পোকোর তরফে এই সিরিজের…
সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো…
সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া প্রায় প্রতিটি চাইনিজ স্মার্টফোনেই ৬,০০০ এমএএইচ বা তার…
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২শে মার্চ, শনিবার। শনিদেবের কৃপায় কেমন যাবে আপনার দিনটি? আজকের রাশিফল…
This website uses cookies.