Bank Holiday on Eid: ৩১ মার্চ ইদের দিন ব্যাঙ্ক খোলা থাকবে? নির্দেশ দিল RBI
৩১ মার্চ ইদ উপলক্ষে বেশিরভাগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যাঙ্ক খোলা থাকবে। পূর্বে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার ছুটির ক্যালেন্ডারে ৩১ মার্চ ব্যাঙ্ক ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করলেও সাম্প্রতিক পরিবর্তনের ফলে ব্যাঙ্কগুলি নির্দিষ্ট কাজে চালু থাকবে। যেহেতু ৩১ মার্চ ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিন, তাই ব্যাঙ্কগুলিকে গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন করার জন্য কাজ চালিয়ে যেতে হবে।
রিজার্ভ ব্যাঙ্ক এর আগে ৩১ মার্চ ইদ উপলক্ষে হিমাচল প্রদেশ ও মিজোরাম বাদে অন্যান্য রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে, এই দুটি রাজ্য ব্যতীত সবখানেই ব্যাঙ্ক জনসাধারণের জন্য বন্ধ থাকবে। যদিও কর্মীরা নির্দিষ্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন। তবে নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএম পরিষেবা চালু থাকবে।
রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত এজেন্সি ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে যে সরকারি লেনদেনের জন্য তারা ৩১ মার্চ খোলা থাকবে। এজেন্সি ব্যাঙ্কগুলি হল যেসব ব্যাঙ্ক কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষে লেনদেন পরিচালনা করে। এরা পেনশন প্রদান, ভর্তুকি বিতরণ, কর সংগ্রহ (আয়কর, জিএসটি, কাস্টমস ও আবগারি শুল্ক), সরকারি কর্মচারীদের বেতন ইত্যাদির দায়িত্ব পালন করে। ভারতে মোট ৩৩টি এজেন্সি ব্যাঙ্ক রয়েছে, যার মধ্যে ১২টি সরকারি, ২০টি বেসরকারি এবং একটি বিদেশি ব্যাঙ্ক অন্তর্ভুক্ত।
৩০ মার্চ, রবিবার: সাপ্তাহিক ছুটি — সারা দেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ।
৩১ মার্চ, সোমবার: ঈদ-উল-ফিতর উপলক্ষে মিজোরাম ও হিমাচল প্রদেশ বাদে অন্যান্য রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অনলাইন ব্যাঙ্কিং সুবিধাব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা চালু থাকবে। জরুরি নগদ উত্তোলনের জন্য যেকোনো ব্যাঙ্কের এটিএম ব্যবহার করা যাবে। শনিবারের ব্যাঙ্ক ছুটিরিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। যেহেতু ৩০ মার্চ মাসের পঞ্চম শনিবার, তাই ব্যাঙ্ক খোলা থাকবে। দেশের সব ব্যাঙ্ক একই সময়ে বন্ধ থাকে না। রাজ্যভিত্তিক উৎসব ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ছুটির তারিখ নির্ধারিত হয়। তবে ডিজিটাল লেনদেন পরিষেবা সবসময় চালু থাকবে।
দীর্ঘ অপেক্ষার পর এদিন, আনুষ্ঠানিক ভাবে ভারতের ব্যবহারকারীদের জন্য তাদের এআই চালিত অ্যাপল ইন্টেলিজেন্স (Apple…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাঞ্জাবের মোহালি আদালত এক ঐতিহাসিক রায় দিয়েছে। শোনা যাচ্ছে, ধর্ষণের অভিযোগে দোষী…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসে লটারি (Lottery) কাটবেন? ভাগ্য সহায় আছে তো? লটারি প্রাপ্তির যোগ…
সুজুকি (Suzuki) সম্প্রতি ভারতে বার্গম্যান স্ট্রিটের (Burgman Street) আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। এই নতুন সংস্করণে নয়া…
আইপিএল উপলক্ষে বিশেষ প্ল্যান চালু করল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। বাজারে এল নতুন ক্রিকেট ডেটা…
OnePlus 13T জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই লঞ্চ হচ্ছে। এটি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা প্রিমিয়াম ডিজাইন…
This website uses cookies.