Categories: চাকরি

Bank Of India Recruitment 2025: শুরুতেই বেতন ৬৪,৮২০ টাকা! প্রচুর শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | Bank Of India (BOI) Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতাঃ যারা ব্যাংকিং সেক্টরে চাকরির সুযোগ খুঁজছিলেন তাদের জন্য এবার সুখবর। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের (Bank of India Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সারা দেশ জুড়ে বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হব। ব্যাংকের চাকরি হওয়ায় এখানে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়স সীমা কত চাওয়া হয়েছে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | Bank of India Recruitment 2025 |

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে স্পেশালিস্ট অফিসার (SO) পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে এর মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন IT, Security, Finance, Risk Management, Law, Economist এবং Digital Banking। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে মোট ১৮০টি শূন্যপদ থাকছে, যেখানে SMGS-IV গ্রেডের জন্য ২১টি, MMGS-III গ্রেডের জন্য ৮৫টি এবং MMGS-II গ্রেডের জন্য ৭৪টি শূন্যপদ বরাদ্দ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, IT বিভাগে আবেদন করার জন্য B.E/B.Tech/MCA/M.Sc (IT) ডিগ্রী লাগবে। Risk Management বিভাগে আবেদন করার জন্য অবশ্যই MBA (Finance) / CA / CFA ডিগ্রী অর্জন করতে হবে। Security & Cybersecurity বিভাগে আবেদন করার জন্য অবশ্যই CISA/CISM/CISSP সার্টিফিকেট থাকতে হবে। Law অফিসার বিভাগে আবেদন করার জন্য অবশ্যই LLB ডিগ্রী থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, SMGS-IV গ্রেডের পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৫ বছর থেকে ৩৫ বছর। MMGS-III গ্রেডের পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৮ বছর থেকে ৩৭ বছর এবং MMGS-II গ্রেডের পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৮ বছর থেকে ৪২ বছর। এক্ষেত্রে বলে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, ব্যাংকের চাকরি হওয়ায় এখানে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা বলা হয়েছে, SMGS-IV গ্রেডের পদে চাকরি পেলে ৬৪,৮২০/- টাকা থেকে ৯৩,৯৬০/- টাকা বেতন দেওয়া হবে, MMGS-III গ্রেডের পদে চাকরি পেলে ৮৫,৯২০/- টাকা থেকে ১,০৫,২৮০/- টাকা বেতন দেওয়া হবে এবং MMGS-II গ্রেডের পদে চাকরি পেলে প্রতি মাসে ১,০২,৩০০/- টাকা থেকে ১,২০,৯৪০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন কীভাবে করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদগুলিতে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর ক্যারিয়ার সেকশনে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজুন।
  • নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর “Apply Online” লিংকে ক্লিক করুন।
  • এরপর নিজের প্রয়োজনীয় ও ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন- ছবি, স্বাক্ষর এবং অন্যান্য তথ্য আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফরম সাবমিট করুন।

এক্ষেত্রে বলে রাখি, জেনারেল এবং OBC প্রার্থীদের জন্য ৮৫০/- টাকা আবেদন ফি চাওয়া হয়েছে এবং SC, ST ও PwBD প্রার্থীদের জন্য ১৭৫/- টাকা আবেদন ফি চাওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন শুরু হচ্ছে ৮ই মার্চ, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ২৩শে মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো। 

নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল বিজ্ঞপ্তি বলছে, এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, লিখিত পরীক্ষাটি অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকেই ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- Bank of India Official Website

অফিসিয়াল নোটিশ- Bank of India Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

‘১৬ তারিখের মধ্যে…’ উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় SSC-কে ‘ডেডলাইন’ হাইকোর্টের

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…

2 minutes ago

Best Car Under 5 Lakh: Maruti থেকে Tata, ৫ লাখের মধ্যে বাজার কাঁপাচ্ছে এই পাঁচ গাড়ি | 5 Car Under 5 Lakh

সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…

4 minutes ago

জায়গা আর লক্ষ্য সেনা স্থির করবে, তিন বাহিনীকেই খোলা ছুট প্রধানমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…

39 minutes ago

দিনক্ষণ জানা গেল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের! কীভাবে চেক করবেন রেজাল্ট?

মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…

50 minutes ago

২০তম কিস্তির ২০০০ কবে আসবে? কৃষকদের জন্য বড় আপডেট

ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…

1 hour ago

‘২০৯৪ কোটি আটকে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার’, বকেয়া মেটাতে পুলিশকে চিঠি CRPF-র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…

1 hour ago

This website uses cookies.