সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে গেলে এখন গরিব থেকে ধনী সবারই আছে। প্রতিনিয়ত কোন না কোন কারণে আমাদের ব্যাঙ্কিং পরিষেবা নেওয়ার দরকার পরে। সে ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা বা জমা করা বলুন কিংবা ATM বা অনলাইন পেমেন্ট, ব্যাঙ্কিং পরিষেবার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আগামী ১লা এপ্রিল থেকে ব্যাঙ্কিং সেক্টরে (Bank Rules) এমন কিছু পরিবর্তন আসছে, যেগুলি না জানলে হয়তো বড়সড় সমস্যার মধ্যে পড়তে পারেন। এই নতুন নিয়মগুলির ফলে অ্যাকাউন্টধারীদের দৈনন্দিন লেনদেনের উপর সরাসরি প্রভাব পড়বে। তাই আগে থেকেই এই পরিবর্তনগুলি সম্পর্কে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। চলুন আজকের প্রতিবেদনে ৬টি এমনই গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে জেনে নিই।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ন্যূনতম ব্যালেন্সের নতুন নিয়ম
দেশের বিভিন্ন বড় বড় ব্যাঙ্ক, বিশেষ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), কানাড়া ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে এবার ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকদের শহর, মফস্বল বা গ্রামভিত্তিক ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। অর্থাৎ, নির্ধারিত পরিমাণের কম ব্যালেন্স থাকলে জরিমানা গুনতে হতে পারে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
ATM লেনদেনের নতুন নিয়ম
এবার ATM থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এবার বিনামূল্যে লেনদেনের সংখ্যা কমিয়ে দিচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এবার থেকে অন্য ব্যাঙ্কের ATM ব্যবহার করে বিনামূল্যে সর্বোচ্চ তিনবার টাকা তোলা যাবে। আর এর বেশি টাকা তুলতে গেলে ২০ থেকে ২৫ টাকা অতিরিক্ত চার্জ গুনতে হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
চেকের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম
চেক লেনদেনকে আরো নিরাপদ করতে এবার কিছু ব্যাঙ্ক চালু করছে পজিটিভ পে সিস্টেম। অর্থাৎ, ৫০০০ টাকার বেশি চেক জমা দেওয়ার আগে গ্রাহকদের সমস্ত তথ্য ব্যাঙ্ককে জমা দিতে হবে। এর ফলে প্রতারণার ঘটনা অনেকটাই কমবে এবং ব্যাঙ্কিং খাতে সুরক্ষা বজায় থাকবে।
ডিজিটাল ব্যাঙ্কিং আরো নিরাপদ
ব্যাঙ্কিং পরিষেবার মানকে আরো আধুনিক করতে বিভিন্ন ব্যাঙ্ক চালু করতে চলেছে এবার AI চ্যাটবট এবং উন্নত কিছু ডিজিটাল ফিচার। নিরাপত্তার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনও ব্যবহার করা হতে পারে, যা নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। ফলে ডিজিটাল লেনদেন এখন আরো সুরক্ষিত হবে।
সেভিংস অ্যাকাউন্ট ও FD-এর সুদের হারে পরিবর্তন
আগামী ১লা এপ্রিল থেকে বিভিন্ন ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারে পরিবর্তন আনছে। জানা যাচ্ছে, এবার থেকে সুদের হার অ্যাকাউন্টে টাকা ব্যালেন্সের উপরে নির্ভর করবে। ফলে সুদ পাওয়ার নিয়মে কিছুটা পরিবর্তন আসবে, যার প্রভাব সরাসরি গ্রাহকদের উপরেই বর্তাবে।
ক্রেডিট কার্ড সংক্রান্ত পরিবর্তন
SBI এবং IDFC ফার্স্ট ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত কিছু সুবিধা বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। ক্লাব ভিস্তারা SBI প্রাইম ক্রেডিট কার্ড এবং ক্লাব ভিস্তারা SBI ক্রেডিট কার্ডের টিকিট ভাউচারের সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু খরচের উপর দেওয়া মিলস্টোন বেনিফিটও তুলে নেওয়া হচ্ছে, যার প্রভাব সরাসরি গ্রাহকদেরকেই পোহাতে হবে।
গ্রাহকদের তাহলে কী করণীয়?
নতুন নিয়মগুলির জন্য সাধারণ গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা নেওয়াতে কিছুটা পরিবর্তন আসবে। অর্থাৎ, এই নতুন নিয়মগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তাই আগে থেকেই নিজের ব্যাঙ্কের নতুন নিয়ম সম্পর্কে সচেতন হন। বিশেষ করে ন্যূনতম ব্যালেন্স, ATM লেনদেনের নিয়ম ও চেক সংক্রান্ত নিয়মগুলি ভালোভাবে জেনেই ব্যাঙ্কিং পরিষেবা নেওয়া উচিত।