Banking: ৫ লাখের বেশি জমা রাখছেন ব্যাঙ্কে? খোয়া যেতে পারে টাকা! জানুন RBI-র নিয়ম | Bank Deposit Rules
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে বিনিয়োগের কথা উঠলেই বেশিরভাগ মানুষ প্রথমেই ফিক্সড ডিপোজিটর দিকে পা বাড়ান। নিরাপদ বিনিয়োগের তালিকার একদম সারিতে থাকে FD। আর এই মাধ্যমটি সাধারণ মানুষের কাছে বহুদিন ধরেই জনপ্রিয়। তবে অনেকেই জানেন না যে, ব্যাংকে ৫ লক্ষ টাকার বেশি রাখলে বড়সড় ঝুঁকি থাকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিন্তু কেন? চলুন জেনে নিই।
ভারতের ব্যাংকিং (Banking) ব্যবস্থা গ্রাহকদের জমা রাখা টাকার নিরাপত্তা নিশ্চিত করতে ডিপোজিট ইন্সুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) নামের এক বিশেষ ব্যবস্থা চালু করেছে। সূত্র বলছে, DICGC হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের অধীনে একটি সংস্থা, যা ব্যাংকে রাখা গ্রাহকদের টাকা বীমা করে। আর এর ফলে কোন ব্যাংকে যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে গ্রাহক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবে। এর বেশি ফেরত পাওয়া নাও যেতে পারে।
যদি কোন ব্যাংক হঠাৎ কোনো কারণে দেউলিয়া হয়ে যায় বা আর্থিক সংকটের মুখে পড়ে, তাহলে শুধুমাত্র ৫ লক্ষ টাকা সুরক্ষিত থাকবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ধরা যাক, আপনি একটি ব্যাংকে ১০ লক্ষ টাকা জমা রেখেছেন। এবার যদি কোনো কারণে ব্যাংকটি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি ৫ লক্ষ টাকা ফেরত পাবেন না। অর্থাৎ, আপনি বড়সড় ক্ষতির মুখোমুখি পড়বেন।
অনেক সময় মানুষ দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য ফিক্সড ডিপোজিটকেই বেঁছে নেন। কিন্তু কিছু বিষয় মনে রাখা জরুরী। প্রথমত, একই ব্যাংকে ৫ লক্ষ টাকার বেশি জমা রাখবেন না। বিভিন্ন ব্যাংকে টাকা ভাগ করে রাখুন। এতে আপনারই ভালো। FD ছাড়াও অন্যান্য উপায়ে বিনিয়োগ করুন, যেমন মিউচুয়াল ফান্ড, পোস্ট অফিসের স্কিম ইত্যাদি।
যেমনটা বলা হল, ৫ লক্ষ টাকার বেশি একটি ব্যাংকে রাখবেন না। বরং কয়েকটি ব্যাংকে ভাগ করে রাখলে আর্থিক ঝুঁকি কম থাকবে। পাশাপাশি যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে পৃথকভাবে ৫ লক্ষ টাকা বীমা করতে পারেন। সম্পূর্ণ টাকা ব্যাংকে না রেখে অন্যান্য বিনিয়োগের মাধ্যম যেমন সোনা, সরকারি স্কিম, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন।
যদিও ফিক্সড ডিপোজিটকে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে ধরা হয়, কিন্তু অতিরিক্ত টাকা ব্যাংকে রেখে নিশ্চিন্তে থাকা মোটেও উচিৎ নয়। তাই DICGC এর সীমা মেনে চলুন এবং বিভিন্ন ব্যাংকে টাকা ভাগ করে রাখুন। অর্থ সঞ্চয়ের পাশাপাশি সঠিক পরিকল্পনা করলে ভবিষ্যতে সুরক্ষিত থাকবে এবং কোনরকম আর্থিক ঝুঁকি থাকবে না।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.