লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Bankura: বাঁকুড়ার জঙ্গলে আচমকাই উদয় বিরল নীলগাইয়ের, দেখতে ভিড় জনতার! ভাইরাল ভিডিও | Nilgai Spotted In Bankura Forest

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাঁকুড়ার (Bankura) জঙ্গলে দেখা মিলল এক অদ্ভুত প্রাণীর। দেখতে একেবারে হরিণের অনুরূপ। নীলগাই? স্থানীয়রা তেমনটাই আন্দাজ করছেন। সূত্রের খবর, সম্প্রতি বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটি ব্লকের একাধিক জঙ্গলে নীলগাই দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে পশুটি। কিন্তু কোথা থেকে উদয় হলেন তিনি? ধন্দে বাঁকুড়ার বনদপ্তর থেকে শুরু করে স্থানীয় সকলেই।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বাঁকুড়ার জঙ্গলে একাধিক নীলগাই?

বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটি ব্লকের কালনাপুর, শুয়ারা ও রামহরিপুরের জঙ্গলগুলিতে আচমকা নীলগাইয়ের উৎপাত শুরু হয়েছে। স্থানীয়দের একটা বড় অংশের দাবি, আগে প্রায়শই বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে হাতির উৎপাত লেগে থাকলেও, কখনই নীলগাই স্বচক্ষে দেখেননি তারা। ফলত, প্রাণীগুল আবির্ভাব কোথা থেকে হল তা নিয়ে কার্যত চিন্তায় পড়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বনদপ্তরের আধিকারিকরা।

READ MORE:  চলছিল প্রশিক্ষণ হঠাৎ ভেঙে পড়ল যুদ্ধবিমান! কোনমতে প্রাণ রক্ষা চালকের

স্থানীয়দের একটা অংশ দাবি করছে, বাঁকুড়ার জঙ্গলগুলিতে প্রায় প্রতিদিনই একাধিক নীলগাই লক্ষ্য করা যাচ্ছে। তারা পালে নয়, বরং আলাদা আলাদাভাবে জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্থানীয়দের মধ্যে কয়েকজন প্রাণীটিকে নীলগাই হিসেবে সনাক্ত করেছেন। একই সাথে, জঙ্গলের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের মোবাইল ক্যামেরায় বন্দি দৃশ্য দেখে প্রাণীটিকে নীলগাই হিসেবেই বিবেচনা করছে বনদপ্তরও। ইতিমধ্যেই প্রাণীটিকে শনাক্ত করতে তৎপর হয়েছে প্রশাসন। বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বাঁকুড়ার জঙ্গলে নীলগাই এলো কোথা থেকে ?

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার কালনাপুরের জঙ্গলে কমপক্ষে 4টি নীলগাই রয়েছে। তাদের মধ্যে দুটি প্রাণীকে জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগই দাবি, হরিণের মতো দেখতে প্রাণীটি তারা এতদিন শুধুমাত্র টিভির পর্দায় দেখে এসেছে। এর আগে এভাবে বাড়ির কাছে এমন প্রাণী দেখার সৌভাগ্য হয়নি তাদের। তবে বর্তমানে সেদিনও দেখতে হচ্ছে।

অবশ্যই পড়ুন: ফুটবলে ভারতের থেকেও এগিয়ে বাংলাদেশ? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

কিন্তু প্রাণীটির আগমন কোথা থেকে হয়েছে, তা জানতে যথেষ্ট কৌতুহলী হয়ে উঠেছেন সকলেই। বনদপ্তরের একটি সূত্র বলছে, বাঁকুড়ার জঙ্গলগুলিতে এমন প্রাণী কোথা থেকে এসেছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে গোটা বিষয় খতিয়ে দেখছেন তারা। যদিও নীলগাই নামক ওই প্রাণীটি স্থানীয়দের কোনও ক্ষতি করেছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি।

READ MORE:  Plane Crash: মুহূর্তেই সব শেষ, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ বিমানের, মৃত্যুর আশঙ্কা অনেকের Mid Air Plane Crash in Washington

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.