Barack Obama Divorce: স্ত্রী মিশেলের সঙ্গে ডিভোর্সের পথে বারাক ওবামা! নেপথ্যে কারণ কী হলিউড অভিনেত্রী? | Former US President Divorce Rumors

প্রীতি পোদ্দার, ওয়াশিংটন: টলিউড বলিউডে কান পাতলেই খালি শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। ডিভোর্স হতে চলেছে একাধিক দম্পতির। কখনও বৈবাহিক জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ তো কখনও আবার দুজনের মধ্যে কম্প্যাটিবিলিটির অভাবেই ভাঙছে একের পর এক সংসার। বর্তমান সময়ে সমাজে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিবাহ বিচ্ছেদ এখন রীতিমত মুড়ি মুড়কির মত হয়ে গিয়েছে। আর এবার এই বিবাহ বিচ্ছেদের হাওয়া লাগল বারাক ওবামা এবং মিশেলের মধ্যে।

ঘটনার সূত্রপাত

বিতর্কের সূত্রপাত হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ এর এক ট্যাবলয়েডের স্টোরি দিয়ে। ‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক’ নামে এই ট্যাবলয়েডডের জেরে গুঞ্জন ছড়াতে শুরু করেছিল যে মিশেল ও বারাকের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নেই। আর সেই গুজবকে মশলা দিয়ে দুয়ে দুয়ে চার করে নেয় নেটিজেনরা। তখন থেকেই দানা বাধতে থাকে নানা ‘রটনা’। শোনা যাচ্ছে হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যার ফলে মিশেম-ওবামার দীর্ঘ দাম্পত্যে বড় ফাটল ধরা পড়েছে।

READ MORE:  বেসরকারি হাতে যাচ্ছে দেশের একাধিক বিমানবন্দর, তালিকায় বড়বড় নাম

কী বলছেন অভিনেত্রী?

জানুয়ারীর প্রথম দিকে যখন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে বারাক ওবামার সঙ্গে যখন দেখা যায়নি মিশেলকে তখনই সকলে এই ঘটনায় হতবাক হয়েছিল। এর পরে, ডোনাল্ড ট্রাম্প যখন ৬০ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন, তখনও মিশেলকে ওবামার সাথে দেখা যায়নি। যার ফলে বিবাহ বিচ্ছেদের খবর আরও বেশি করে ছড়াতে শুরু করে। এদিকে গত বছরের অক্টোবরে অভিনেত্রী জেনিফার এক লেট নাইট শোয়ে বারাক ওবামার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন। সেই সাক্ষাৎকারের একটি ক্লিপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ বাঁধন ছাড়া বিশ্বের সবথেকে বড় হিমবাহ, যে কোনো সময়ে লাগতে পারে ধাক্কা, প্রচুর প্রাণহানির আশঙ্কা

ভাইরাল হওয়া সেই ক্লিপে দেখা যায়, বারাক ওবামার সঙ্গে তাঁর নাম জড়ানোর কথা শুনে হাসতে হাসতে বলেন এটা ট্যাবলয়েডের বানানো স্টোরি ছাড়া কিছুই নয়। এছাড়াও তিনি আরও বলেন, ”আমি একবার মাত্র ওঁর সঙ্গে সাক্ষাৎ করেছি।” কিন্তু তিনি এমন কথা বললেও গত কয়েক মাসে গুঞ্জন ক্রমেই জোরালো হয়েছে। আর সেটাই প্রভাব ক্রমেই ফাটল ধরাচ্ছে মিশেল-ওবামার দাম্পত্যে। তবে জেনিফার মুখ খুললেও ওবামা বা মিশেল এই প্রসঙ্গে এখনও কিছুই বলেননি।

READ MORE:  BSNL 5 Months Plan: ৪০০ টাকার কমে ৫ মাস ভ্যালিডিটি! BSNL-এ এই প্ল্যানের সামনে কুপোকাত Jio, Airtel | BSNL Cheap Recharge Plan

জন্মদিনের শুভেচ্ছা বারাক ওবামার

অন্যদিকে জনপ্রিয় সাংবাদিক মেগান কেলি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “আমি জানি না এটা সত্যি কি না। কিন্তু যদি সত্যি হয়, তাহলে এই গণতান্ত্রিক বৃত্তে একটি রাজনৈতিক ভূমিকম্প হবে।” কিন্তু এই গুজবের মধ্যে, গত ১৭ জানুয়ারি, বারাক ওবামা মিশেলকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান। ওবামার পোস্টের জবাবও দিয়েছেন মিশেল। বারাক ওবামা সেই জন্মদিনের পোস্টে লিখেছেন “আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমি অনেক ভাগ্যবান তোমাকে পেয়ে, অনেক ভালোবাসি তোমাকে।” আর তাতেই ধন্দ জাগছে তবে কি দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেল!

READ MORE:  বিনামূল্যের রেশন বন্ধের পথে, মধ্যবিত্ত ও দরিদ্রদের জন্য বড় আঘাত
Scroll to Top