লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Basanti Puja 2025: এবার গজেই আগমন-গমন মায়ের! চলতি বছর কবে পড়েছে বাসন্তী দুর্গা পুজো? জেনে নিন সবটা | Check Out The Schedule Of Basanti Puja 2025

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দুশাস্ত্র অনুযায়ী শারদীয়া নবরাত্রির যেমন এক আলাদা মাহাত্ম্য বা গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই চৈত্র নবরাত্রিও দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারদীয়া নবরাত্রিতে যে পদ্ধতিতে বাঙালিরা শারদীয়া দুর্গাপুজো করে থাকেন, ঠিক একই পদ্ধতিতে চৈত্র নবরাত্রিতে পালন করা হয় বাসন্তী পুজো। অর্থাৎ বছরে দুবার দুর্গাপুজো হয়। বসন্তকালে এই দুর্গা পুজো হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়ে থাকে। আর এই বাসন্তী পুজোকেই বাঙালির আসল দুর্গা পুজো বলে মনে করা হয়। চলুন একনজরে দেখে নেওয়া যাক কবে পড়েছে চলতি বছরের বাসন্তী পুজো (Basanti Puja 2025)।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মূল রামায়ণে শারদীয়া পুজোর উল্লেখ না থাকলেও কৃর্ত্তিবাসের রামায়ণে সীতাকে উদ্ধারের আগে রামচন্দ্র যে মা দুর্গার পুজো করেছিলেন সেই বিষয়ে স্পষ্ট লেখা রয়েছে। সেই পুজোই হিন্দুদের কাছে অকালবোধন হিসেবে পরিচিত পেয়ে আসছে। আসলে মা দুর্গার আসল পুজো হয়েছিল বসন্তকালে। কিন্তু বাংলার জমিদার ও মুঘল আমল এবং সর্বপরি ইংরেজদের অবদানকে ঘিরে বাসন্তী পুজোকে সরিয়ে অকালবোধনই বাঙালির প্রধান উৎসব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পুরাণ অনুসারে, রাজা সুরথের হাতে মহামায়া বা দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষেই। এরপর সেনযুগের সময়কালে এই পুজোই মহাসমারোহে পালিত হত বলেই জানা যায়। আজও সেই পুজো সবজায়গায় পালন করা হয়ে আসছে।

READ MORE:  নেই পানীয় জল, মিড ডে মিলে ভাতের বদলে মুড়ি-চানাচুর! ভয়ঙ্কর দৃশ্য ঝাড়গ্রামের স্কুলে

বাসন্তী পুজোর সময়সূচি

পঞ্জিকা অনুযায়ী চলতি বছর বাসন্তী দুর্গা পুজো শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল। সেদিন পড়েছে ষষ্ঠী তিথি। এই দিনেই দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয়। আর সেদিন থেকেই শুরু হবে বাসন্তী দুর্গাপূজা। শারদীয়া দুর্গা পুজোর নিয়ম ও বাসন্তী পুজোর নিয়ম প্রায় একই। পরের দিন অর্থাৎ ৪ এপ্রিল সপ্তমী পুজো এবং নবপত্রিকা স্নান হবে। এই দিনেই নয়টি গাছের স্নান সহ বিশেষ আচার-অনুষ্ঠান করা হয়ে থাকে। ৫ এপ্রিল, দুর্গা অষ্টমী এবং সন্ধি পুজো হবে। এবং নবমী পুজো হবে আগামী ৬ এপ্রিল, এই দিনেই হবে বাসন্তী দুর্গা পুজো বিসর্জনের আগে শেষ পূজা। এরপর দশমী পুজো ও বিসর্জন হবে আগামী ৭ এপ্রিল, ২০২৫। আর এই দিনেই দুর্গা প্রতিমার বিসর্জন এবং উৎসবের সমাপ্তি হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

গজে আগমন এবং গমন মায়ের

শাস্ত্র অনুযায়ী চৈত্র অমাবস্যার পরের দিন, অর্থাৎ চৈত্র শুক্লা প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই বছর নবরাত্রি শুরু হবে আগামীকাল অর্থাৎ ৩০ মার্চ থেকে। সেই দিনই করা হবে ঘট স্থাপন। এবারে দেবী বাসন্তীর আগমন ও গমন হবে গজে। যা অত্যন্ত শুভ বলে মনে করে হচ্ছে। মনে করা হয় গজে আগমন হলে পৃথিবী-দেশে অর্থ বৃদ্ধি পায়। শস্য-ফসলে ভরে ওঠে পৃথিবী। এদিকে আগামী ৬ এপ্রিল দুর্গানবমীর দিন রামের জন্মতিথিকে মিলিয়ে পালন করা হবে রামনবমী।

READ MORE:  Howrah History: ৪৬ বছর চেষ্টা করেও দখল করতে পারেনি ইংরেজরা, হাওড়ার এই ইতিহাস জানেন না অনেকেই | When Britishers Failed To Capture Howrah
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.