BCB: বাংলাদেশের বোলিং কোচ হলেন KKR প্রাক্তনী, ক্ষোভে ফুঁসছেন পাক সমর্থকরা | BCB Appoints Ex KKR Pacer As Bowling Coach
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন মে-তে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আর তার আগেই তড়িঘড়ি প্রাক্তন KKR তারকাকে বোলিং বিভাগের দায়িত্ব শপে দিল ওপার বাংলার ক্রিকেট বোর্ড (BCB)। সূত্রের খবর, পাকিস্তানে টি-টোয়েন্টি মহারণের আগে প্রাক্তন পাক পেসার তথা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা উমর গুলকে বাংলাদেশ টাইগারদের বোলিং কোচের দায়িত্ব দিল বিসিবি।
সূত্রের খবর, 42 বছর বয়সি KKR প্রাক্তনীর সাথে খুব সম্ভবত আড়াই বছরের জন্য চুক্তি করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট। খোঁজ নিয়ে জানা গেল, চুক্তির প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। তবে মনে করা হচ্ছে, আপাতত 3 মাসের জন্য তাঁকে বোলিং কোচ রেখে দেখতে চায় বাংলাদেশ।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, আসন্ন মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ। সূত্রের খবর, এই সিরিজে ভাল ফল দিতে পারলে গুলের সাথে চুক্তি পাকা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সম্প্রতি বাংলাদেশের বোলিং কোচ হওয়ার সুখবর নিজেই জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার উমর গুল। স্বদেশী সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুল জানান, দুর্দান্ত একটা প্রস্তাব পেয়েছি। নতুন কাজের জন্য একেবারে মুখিয়ে আছি। গুলকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ায় খুশি বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই নাকি গুলকে বোলিং বিভাগে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই।
বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব পাওয়ার আগে আফগানিস্তান ও পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন গুল। জানা গিয়েছে, পাকিস্তান সুপার লিগেও কোচিং করিয়েছেন তিনি। বেশ কিছু সূত্র বলছে, বাংলাদেশের বোলিং বিভাগ গুলের অধীনে এলে আখেরে লাভ হবে বাংলাদেশ টাইগারদেরই, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।
কোচিং কেরিয়ারে হাতেখড়ির আগে পাকিস্তানের হয়ে 47টি টেস্ট, 60টি টি-টোয়েন্টি ও 130টি ওয়ানডে খেলেছেন উমর গুল। বলে রাখি, টেস্ট ক্রিকেটে নিজের ক্ষমতা জাহির করে 163টি উইকেট, 20 ওভারের ক্রিকেটে 85টি উইকেট ও একদিনের সংস্করণে 179টি উইকেট ভেঙেছেন গুল।
এছাড়াও পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে 125টি ম্যাচে অংশ নিয়ে 479 টি উইকেট নিয়েছেন তিনি। বলা বাহুল্য, 2009 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়ের নেপথ্যে বড় কারণ ছিলেন এই গুল। সেই সাথে, 2008 সালের IPL মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 6 ম্যাচ খেলে 12টি উইকেটে তুলেছিলেন গুল।
অবশ্যই পড়ুন: নববর্ষ উপলক্ষে যাত্রীদের জন্য বড় চমক! নতুন সাজে সাজল শিয়ালদহ স্টেশন
প্রসঙ্গত, প্রাক্তন সতীর্থর নতুন দায়িত্বের কথা কানে আসতেই নাকি একেবারে চোটে গিয়েছেন পাক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা। শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের এমন খারাপ অবস্থার মাঝে, গুল কেন অন্য দলের হয়ে কোচিং করাতে যাচ্ছেন, তা নিয়েই নাকি আপত্তি পাকিস্তানি সমর্থকদের।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই চালু হতে পারে গ্রীন লাইন মেট্রো(Sector V Metro)! সূত্রের খবর, হাওড়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্লেটনের ছাঁটাইয়ের সিলেবাস শেষ হওয়ার আগেই ফের ইস্টবেঙ্গলে (East Bengal) বাদের খাতা…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ গোটা সপ্তাহ ধরে জি বাংলা থেকে ষ্টার জলসার মেগাতে টানটান পর্ব…
রিলায়েন্স জিও মানেই সবসময় দুর্দান্ত পরিষেবা। ভারতের কোটি কোটি মানুষ মোবাইল সিম হিসেবে জিও ব্যবহার…
সহেলি মিত্র, কলকাতা: আবারো একবার দুর্ভোগের শিকার হতে হল রেল যাত্রীদের। স্কুল-অফিস টাইমে টানা বিক্ষোভের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার পাঞ্জাবের 112 রান তাড়া করতে গিয়ে একেবারে নাকানি চোবানি খেয়েছে কলকাতা…
This website uses cookies.