BCCI: চ্যাম্পিয়নস ট্রফির পরই টিম ইন্ডিয়ার ৪ তারকার ছাঁটা হবে ডানা! ঘুঁটি সাজাচ্ছে BCCI | BCCI May Be Drop These 4 Indian Cricketers
বিক্রয় ব্যানার্জী, কলকাতা: কিউইদের বিরুদ্ধে বহু অপেক্ষিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পা বাড়িয়েছে রোহিত শর্মার ভারত। এমতাবস্থায়, ভারতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে উঠে আসছে নয়া তথ্য। জানা যাচ্ছে, ফাইনালের পরই ভাগ্য নির্ধারণ করা হবে টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন পুরনো সৈনিকের। হ্যাঁ, প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্টের দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে, অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে স্পিনার কুলদীপ যাদবকে মিনি বিশ্বকাপের পরই বাদ দেওয়া হতে পারে! চলুন জেনে নেওয়া যাক কোন পরিকল্পনায় ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)?
বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট শেষ হলেই সম্ভবত অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা। তবে তার আগে ভারতীয় মহা তারকার সাথে বৈঠকে বসবেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। যদিও, শেষবারের মতো শর্মা জানিয়েছিলেন, তাঁর মধ্যে এখনও বেশ কিছুটা ক্রিকেট বেঁচে আছে।
মনে করা হচ্ছে, হয়তো সেই বেঁচে থাকা প্রতিভাকে সময় দিতেই অধিনায়কের পদ ছেড়ে তরুণদের সুযোগ করে দেবেন শর্মা। আবাহ যখন এমন ঠিক সেই সময় প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সম্ভবত মিনি বিশ্বকাপের পরই ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেবেন রোহিত। এখন দেখার এই সম্ভাবনা বাস্তবের মাটি ছোঁয় কিনা।
খোঁজ নিয়ে জানা গেল, প্রধান কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল শেষ হলে 3 ভারতীয় তারকাকে নিয়ে আলোচনায় বসতে পারেন। সূত্র বলছে, টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, উইকেটকিপার ঋষভ পন্থ এবং তাবড় স্পিনার কুলদীপ যাদবকে চ্যাম্পিয়নস ট্রফির শেষ হলেই বিশ্রামে রাখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্রের খবরের ওপর ভিত্তি করে বলা যেতে পারে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষ হলে উইকেটরক্ষক ঋষভ পন্থ, অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্পিনার কুলদীপ যাদবকে নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক কথায় বলা যায়, মিনি বিশ্বকাপ শেষ হলে এই 3 তারকা যদি বাদ পড়েন সেক্ষেত্রে তাঁদের পথ ধরেই জায়গা পাবেন তরুণ খেলোয়াড়রা।
বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, সম্প্রতি ভাল ফর্মেই রয়েছেন কুলদীপ। তবে কুলদীপের পারফরমেন্সকেও ছাপিয়ে গিয়েছে বরুণ চক্রবর্তীর সাম্প্রতিক ফর্ম। চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিমুহূর্তে নিজের জাত চিনিয়েছেন বরুণ। মনে করা হচ্ছে, এবার হয়তো সেই ফর্মকে সামনে রেখেই কুলদীপের স্থলাভিষিক্ত হতে পারেন বরুণ চক্রবর্তী। একই পথ ধরে, অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ বাদ পড়লে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলে তার জায়গা নিতে পারেন জিতের শর্মা অথবা ধ্রুব জুরেলের মতো খেলোয়াড়রা। পাশাপাশি জাদেজা যদি বাদ পড়েন সে ক্ষেত্রে তাঁর আসনে বসানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকে।
বেশ কিছু সূত্র মারফত খবর, আসন্ন 2027 বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাকে মাথায় রেখেই ভরসাযোগ্য অধিনায়ক খুঁজছে ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে রোহিত অধিনায়কত্ব ছেড়ে দিলে এমন কাউকে নেতার আসনে বসানো হবে যিনি আগামী দিনে দলকে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিতে পারবেন। যদিও অধিনায়কত্ব নিয়ে শর্মার সাথে কথা বলবে ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: ইডেন গার্ডেন্স থেকে সরতে পারে KKR-র ম্যাচ! বড় ধাক্কা নাইট ভক্তদের
এহেন আবহে বিরাটকে নিয়ে বড়সড় আপডেট এসেছে। শোনা যাচ্ছে, কোহলির সাম্প্রতিক ফর্মকে সামনে রেখে তাঁকে আগামী দিনে ওয়ানডে দলে রাখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্য সামনে আসা বেশ কয়েকটি সূত্র এও দাবি করছে, রোহিত যদি জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন সেক্ষেত্রে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ফের কোহলিকে দায়িত্ব দিতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও এ বিষয়ে বোর্ডের তরফে কোনওরকম তথ্য মেলেনি।
মে মাসে ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একাধিক ছুটি রয়েছে। এই মাসে মোট ১২…
OnePlus শীঘ্রই ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13s লঞ্চ করতে চলেছে। চীনে সম্প্রতি লঞ্চ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছিল পাকিস্তান! পশ্চিম দিকের দেশ থেকে…
প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ২০১৬ সালের এসএসসি-র (SSC) গোটা প্যানেল বাদ পরে যাওয়ায় চাকরিহারা হয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 30 এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে অনেকেই নিজের ব্যবসায়িক…
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) ঘোষণা করেছে যে, ২০২৫ সালের মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার ফলাফল…
This website uses cookies.