লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BCCI: BCCI-র চুক্তিতে ফিরলেন দুই তাবড় তারকা! তালিকায় একাধিক KKR প্লেয়ার! A+ গ্রেডে কজন? | New Central Contract Of BCCI

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি জয়ের রেশ কাটতে না কাটতেই 2024-25 কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সূত্রের খবর, বোর্ডের এই চুক্তিতে মোট 34 জন খেলোয়াড়ের জায়গা হয়েছে। জানা যাচ্ছে, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মূলত 4টি গ্রেডে ভাগ করেছে BCCI। যার মধ্যে, A+, A, B ও C গ্রেড রয়েছে। এখন প্রশ্ন, A+ গ্রেডে কি নতুনের আগমন ঘটল? নাকি পুরনো ক্রিকেটাররাই নিজেদের জায়গা ধরে রাখলেন। রইল বিস্তারিত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

A+ গ্রেডে 4 জন

ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক প্রকাশিত নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা অনুযায়ী, টিম ইন্ডিয়ার A+ ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকায় জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। সাম্প্রতিক সময়ে, কোহলিদের নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কেননা, তাঁরা বহু আগেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু তা সত্ত্বেও, রোহিত, বিরাট ও জাদেজাকে কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে রিটেইন করিয়েছে বোর্ড।

READ MORE:  India Vs Pakistan: বাদ পন্থ, কুলদীপ! পাকিস্তানের বিরুদ্ধে এভাবে বিধ্বংসী একাদশ সাজাবে টিম ইন্ডিয়া | Team India Possible XI Vs Pakistan

কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার

গতবছর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। তবে সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিলেন আইয়ার। নিজের অসামান্য দক্ষতার কারণে সাইলেন্ট হিরোর তকমা পেয়েছিলেন তিনি। একইভাবে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ার পর প্রতিমুহূর্তে নিজের সেরাটা দিয়ে ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন ঈশানও। খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। এবার সেই সব কারণকে সামনে রেখে দুই তারকাকেই চুক্তিতে ফেরালো BCCI।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বাদ পড়লেন রবিচন্দ্রন অশ্বিন

গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তুখড় ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ফলত, সেই কারণেই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে BCCI। জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চুটিয়ে বোলিং করছেন অশ্বিন।

READ MORE:  Mohun Bagan Vs Jamshedpur FC: কীভাবে, কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন মোহনবাগান Vs জামশেদপুর সেমিফাইনাল? | MBSG Vs Jamshedpur FC Free Live Streaming

গ্রেড A ও B-তে কারা?

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির A গ্রেডে জায়গা হয়েছে ক্রিকেটার মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি ও ঋষভ পন্থের। অন্যদিকে কেন্দ্রীয় চুক্তির B গ্রেডে জায়গা হয়েছে সূর্য কুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়ালের।

অবশ্যই পড়ুন: বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের ম্যাচ, ড্র হলে বিপদ বাড়বে KKR-র! ওয়েদার রিপোর্ট

কেন্দ্রীয় চুক্তির C গ্রেডে কারা?

ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের কেন্দ্রীয় চুক্তির C গ্রেডে জায়গা দিয়েছে, রিঙ্কু সিং, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পাতিদার, ধ্রুব জুড়েল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষান, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কওয়াড়, অভিষেক শর্মা, আকাশদীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাকে।

READ MORE:  বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের তালিকায় আমেরিকা, পাকিস্তান! কততে ভারত? রইল লিস্ট

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.