BCCI Contract: BCCI-র চুক্তি থেকে বাদ পরতে পারেন রোহিত-বিরাট! সুযোগের অপেক্ষায় অন্য দুই মুখ | Bad News For Rohit-Virat-Jadeja
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির (BCCI Contract) তালিকা থেকে বাদ পড়তে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা? তেমনটাই আশঙ্কা করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ! সম্প্রতি মহিলাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে BCCI। সূত্র বলছে, খুব শীঘ্রই পুরুষদের কেন্দ্রীয় চুক্তিও ঘোষণা করবে বোর্ড।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই চুক্তিপত্রেই বড়সড় পরিবর্তন আনতে পারে BCCI। মনে করা হচ্ছে, ব্যাট হাতে অনবদ্য পারফরমেন্স ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম অংশীদার হওয়ার কারণে, কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফের নাম উঠতে পারে শ্রেয়স আইয়ারের। একইভাবে, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া ঈশান কিষানকেও ফেরাতে পারে ভারতীয় ক্রিকেট। এমন আবহে, বড়সড় ধাক্কা খেতে পারেন রোহিত-বিরাটরা।
প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হলে সেখানে সম্ভবত শ্রেয়স আইয়ারের নাম থাকবে। সেই সাথে, তালিকায় বড়সড় ধাক্কা খেতে পারেন রোহিত, বিরাট ও রবীন্দ্র জাদেজা। সূত্র অনুযায়ী, বর্তমানে এই 3 ভারতীয় তারকাই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
তবে মনে করা হচ্ছে, বোর্ডের নিয়ম অনুযায়ী যেহেতু এই 3 ক্রিকেটার মূলত, টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, কাজেই 3 ফরম্যাটে ধারাবাহিকভাবে না খেলার কারণে, তাঁদের A+ বিভাগ থেকে বাদ দেওয়া হতে পারে! যদিও বোর্ডের একটি সূত্র বলছে, BCCI কর্মকর্তাদের সিংহভাগই চান এই 3 খেলোয়াড়ই A+ বিভাগে থাকুক। কিন্তু বাকিদের দ্বিমত রয়েছে। এখন দেখার, পুরুষদের চুক্তিতে বোর্ড যদি পরিবর্তন আনে সে ক্ষেত্রে, এই 3 ভারতীয় ক্রিকেটারের অবস্থান কী হয়।
অবশ্যই পড়ুন: ৪-১ গোলে ব্রাজিলকে উড়িয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিল আর্জেন্টিনা
কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের A+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বার্ষিক 7 কোটি টাকা বেতন পেয়ে থাকেন। সূত্র বলছে, পুরুষদের নতুন চুক্তিপত্র ঘোষণা করা হলে, A+ বিভাগে যদি কোহলি, শর্মা ও জাদেজার নাম না থাকে তবে, বছরে মোট টাকা হাত ছাড়া হবে তাদের। যদিও বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে, টি-টোয়েন্টি দল থেকে অবসর নেওয়া সত্বেও, আগামী চুক্তিতে রোহিত- বিরাটদের পুনরায় রিটেন করবে BCCI।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.