লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BCCI In Shock: BCCI-কে বড় ধাক্কা! বুমরাহ, শামিদের কেরিয়ার বাঁচনো মহারথীর পদত্যাগ? | Nitin Patel Will Resign Soon

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই বিরাট ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)! সূত্রের খবর, ক্রীড়া বিজ্ঞান শাখার প্রধান নীতিন প্যাটেল মার্চের শেষের দিকে পদত্যাগ করবেন। শোনা যাচ্ছে, চলতি মাসেই তাঁর 3 বছরের মেয়াদ পূর্ণ হবে, আর সেই কারণেই গুরুত্বপূর্ণ পদ ছাড়তে হবে তাঁকে। উল্লেখ্য, এর আগে ভারতীয় দল ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ফিজিওর কাজ করেছেন নীতিন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ঠিক কোন কারণে পদত্যাগ করছেন নীতিন?

বেশ কয়েকটি ক্রীড়া প্রতিবেদন জানাচ্ছে, 2022 সালের এপ্রিলে হওয়া 3 বছরের চুক্তির ভিত্তিতে প্যাটেলকে নিয়োগ করেছিল ভারতীয় বোর্ড। শোনা যাচ্ছে, মার্চের শেষেই তাঁর পূর্ণ মেয়াদ শেষ হবে। আর সেই কারণেই ক্রীড়া বিজ্ঞান প্রধানের পদ থেকে পদত্যাগ করতে হবে তাঁকে। জানা যাচ্ছে, এই পূর্ণ মেয়াদকালে প্যাটেল মূলত শীর্ষ আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের পুনর্বাসন, রিপোর্ট তৈরি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতেন।

READ MORE:  শুধুমাত্র প্রয়াগরাজেই নয়, কুম্ভ মেলা আয়োজিত হয় আর‌ও বেশ কয়েক জায়গায়! জানেন কোথায়, কোথায়?

শামি-বুমরাহদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নীতিন

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, চলতি বছর ভারতীয় পেসার মহম্মদ শামির ভারতীয় দলে প্রত্যাবর্তনে বিশেষ ভূমিকা রয়েছে নীতিন প্যাটেলের। জানা যাচ্ছে, তাঁর তত্ত্বাবধানেই এবারের চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে যোগ দেওয়ার সুযোগ হয়েছে শামির। তবে শুধু শামিই নন, সূত্র অনুযায়ী, বর্তমানে ভারতীয় তারকা তথা টিম ইন্ডিয়ার পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহর পুনর্বাসনের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

2023 বিশ্বকাপের আগে বিশেষ ভূমিকা..

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, সম্প্রতি ভারতীয় তারকা মহম্মদ শামি ও বুমরাহ ছাড়াও এর আগে 2023 বিশ্বকাপের সময় প্যাটেলের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারেও পুনর্বাসনের দায়িত্ব ছিল তাঁর হাতে। এবার বুমরাহকেও ম্যাচের জন্য তৈরি করেছিলেন তিনিই! নীতিনের চেষ্টাতেই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়েছিল আইয়ারদের। বলে রাখি, শ্রেয়স আইয়ার, শামি, বুমরাহ ছাড়াও কে এল রাহুল, বিরাট কোহলির মতো বহু ভারতীয় তারকার পুনর্বাসনের দায়িত্ব ছিল প্যাটেলের কাঁধে।

অবশ্যই পড়ুন: রাফালের গতি ও R-37M এর আক্রমণ, ভারতে ঘাতক অস্ত্র তৈরির প্রস্তাব দিল বন্ধু রাশিয়া

চাপ বাড়ল বোর্ডের?

বেশ কিছু সূত্র অনুযায়ী, 3 বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী মার্চের শেষ সপ্তাহে ক্রীড়া বিজ্ঞান প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন প্যাটেল। জানা গিয়েছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরে পদত্যাগের কাগজ জমা দিয়েছেন নীতিন। কাজেই বলা যায়, প্যাটেলের পদত্যাগ প্রত্যাশিত হলেও তাঁর মতো একজন দক্ষ কর্মীকে হারিয়ে স্বল্প হলেও চাপে পড়বে BCCI। যদিও সূত্র বলছে, প্যাটেলের বিকল্প হিসেবে কে স্থলাভিষিক্ত হবেন তা নাকি একপ্রকার ঠিক হয়ে গিয়েছে।

READ MORE:  India Vs Australia: ব্যর্থতার জেরে অজিদের বিরুদ্ধে বাদ তারকা প্লেয়ার? দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ | ICC Champions Trophy Semifinal 1
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.