BCCI On Rohit Sharma: চ্যাম্পিয়নস ট্রফিই শেষ, রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI | BCCI May Be Take A Big Decision About Rohit Sharma
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিউইদের বিরুদ্ধে আসন্ন ফাইনালের ওপরই নির্ভর করছে ভারতীয় দলের আগামী পরিকল্পনা। সূত্র জানাচ্ছে, চলতি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করেই আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপ ও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, দলের যাবতীয় পরিকল্পনার পাশাপাশি রবিবারের ফাইনালের ওপরই নাকি নির্ভর করছে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ভাগ্য।
হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজ হেরে একপ্রকার খাদের কিনারায় দাঁড়িয়ে ছিলেন রোহিত। খেলোয়াড়ের অবসর নিয়েও বেড়েছিল জল্পনা। বলা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফিতে দলকে জেতাতে না পারলে হয়তো এবারেই অধিনায়কত্ব ছাড়তে হবে তাঁকে। এদিকে বোর্ডের নজরেও একজন দক্ষ স্থায়ী অধিনায়ক।
ম্যানেজমেন্ট চাইছে, এমন কেউ অধিনায়ক হোক যে আগামী দিনে দল পরিচালনা করতে পারবে। এবার সেই সূত্র ধরেই চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট শেষ হলে দলের অধিনায়ক, আসন্ন 2027 বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে দীর্ঘ আলোচনায় বসতে পারেন বোর্ড কর্তারা।
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজ হেরে দেশে ফিরতেই প্রধান কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকেরে মধ্যে দলের ভবিষ্যৎ অধিনায়ক নিয়ে যাবতীয় আলোচনা হয়েছে। সূত্র বলছে, সেই সময়ে নাকি রোহিতের কাছ থেকেও মতামত জানতে চেয়েছিলেন দুজনেই। তবে শোনা যায়, রোহিত বিষয়টি নিয়ে খুব একটা একগুঁয়েমি দেখায়নি। কাজেই মনে করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলেই দলের অধিনায়কত্ব ছাড়তে পারেন শর্মা। আর সেই পথ ধরেই খুব সম্ভবত একদিনের ক্রিকেটে নতুন অধিনায়ক পেতে পারে টিম ইন্ডিয়া।
খোঁজ নিয়ে জানা গেল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন মিনি বিশ্বকাপের ফাইনাল উত্তরে যাওয়ার পর দলের অধিনায়কত্ব নিয়ে রোহিতের সাথে কথা বলবে ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, এখনই নিজের ক্রিকেট কেরিয়ার শেষ করে দিতে চান না, শর্মা। খেলোয়াড় মনে করেন, তাঁর মধ্যে এখনও বেশ কিছুটা ক্রিকেট বেঁচে আছে। সূত্র বলছে, হয়তো বেঁচে থাকা সেই প্রতিভাকে সময় দিতেই দলের অধিনায়কত্ব ছেড়ে শুধুমাত্র একজন খেলোয়াড়ের ভূমিকা পালন করতে পারেন রোহিত। একই সাথে টিম ইন্ডিয়ার নেতার আসন ছেড়ে কোনও তরুণ প্রতিবাদে সুযোগ করে দিতে পারেন হিটম্যান।
যদি এসবের মাঝেই কানে আসছে চমকে দেওয়ার মতো খবর। সূত্রের জানাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলে রোহিত যদি টিম ইন্ডিয়ার নেতার আসন ছেড়ে দেন সে ক্ষেত্রে পুনরায় সেই আসনে বসানো হতে পারে বিরাট কোহলিকে। সম্প্রতি এমন জল্পনার মাঝেই বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী দিনে রোহিত শর্মার পরিকল্পনা কী তা জানতে খেলোয়াড়ের সাথে কথা বলবে ম্যানেজমেন্ট।
একই সাথে অধিনায়কত্ব অব্যাহত রাখার বিষয়েও রোহিতের সাথে কথা বলতে পারে বোর্ড। শোনা যাচ্ছে, পরের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য একজন স্থায়ী অধিনায়কের প্রয়োজন বলে মনে করছেন রোহিতও। সূত্রের খবর, কোহলির সঙ্গেও নাকি এ বিষয়ে আলোচনা চলছে বোর্ড কর্তাদের। তবে শেষ পর্যন্ত কাউকে না পেলে বিরাটকেই অধিনায়ক করা হয় কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.