BCCI On Rohit Sharma: রোহিত না অন্য কেউ, ইংল্যান্ডে টেস্ট সিরিজে কাকে অধিনায়ক করছে BCCI? জানা গেল নাম | Rohit Sharma Likely To Lead India In Test Series Against England

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার এবারের সফরে চালকের আসনে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। শর্মার অধিনায়কত্বেই টানা এক বছরের মধ্যে পরপর দুটি ট্রফি জিতেছে ভারত। আর সেই কারণেই ধোনির পর ভারতের দ্বিতীয় সফল অধিনায়কের তকমা গায়ে লেগেছে রোহিতের। তবে ওয়ানডে ফরম্যাটে হিটম্যানের জুরি না থাকলেও বিগত টেস্ট সিরিজ গুলিতে তাঁর নেতৃত্বে লজ্জার পরাজয় দেখেছে ভারত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর সেই কারণেই বহুবার রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ভারত মিনি বিশ্বকাপ জিততেই ব্যর্থতা ভুলে ফের রোহিতকেই টেস্ট ক্রিকেটের অধিনায়ক করার খবর সামনে আসছে। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 টেস্টের সিরিজে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমর্থন পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। সম্ভবত, তাঁকেই ইংলিশদের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে।

READ MORE:  India Vs Pakistan: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সময়? জানুন আজ দুবাইতে কখন শুরু হবে মহারণ | ICC Champions Trophy

ব্যর্থতা জেনেও রোহিতকেই অধিনায়ক করবে বোর্ড?

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম সিরিজ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে লজ্জার হার, সব মিলিয়ে রোহিতের ব্যর্থতা এক প্রকার মাত্রা ছাড়িয়েছিল। তবে তা সত্ত্বেও আসন্ন ইংল্যান্ড সিরিজে তাঁকেই অধিনায়কের আসনে বসাবে বোর্ড! হ্যাঁ! সম্প্রতি বেশ কয়েকটি সূত্র বলছে, আসন্ন টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বহু অভিজ্ঞ ক্রিকেটারদের সমর্থন পেয়েছেন রোহিত।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মনে করা হচ্ছে, খেলোয়াড়ের বিকল্প হিসেবে আপাতত আর কেউকেই খুঁজে পায়নি BCCI। মূলত সেই কারণকে সামনে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থ তকমা সরিয়ে রোহিতকেই অধিনায়কত্ব দেবে ভারতীয় বোর্ড। বোর্ডের একটি সূত্র দাবি করেছে, রোহিত চ্যাম্পিয়নস ট্রফি জিতে নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে তাঁকে ছাড়া আর কাউকে ভরসা করতে পারছে না বোর্ড। তিনিই টেস্টের যোগ্য অধিনায়ক। ফলত, জুনের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার চালকের আসনে বসবেন হিটম্যানই! যদিও বোর্ডের তরফে এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসেনি।

অবশ্যই পড়ুন: KKR তারকাকে ফোন করে হুমকি! ভারতে না আসার হুঁশিয়ারি? ফাঁস হল সব

কেন বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্টে অধিনায়কত্ব ছেড়েছিলেন শর্মা?

সম্প্রতি মিনি বিশ্বকাপের যাত্রা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত জানিয়েছিলেন, তিনি অবসর নিচ্ছেন না। খেলোয়াড়ের কথায় বোঝা গিয়েছিল, আগামী 2027 বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন হিটম্যান। তবে কিছুটা পিছিয়ে এলে দেখা যাবে, গত বর্ডার গাবাস্কার সিরিজের শেষ টেস্টে বলা ভাল, পঞ্চম ম্যাচে স্বইচ্ছায় টিম ইন্ডিয়ার অধিনায়কের পদ থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন রোহিত।

READ MORE:  ঋষভ পন্থকে ছাড়বেনা দিল্লি ক্যাপিটালস, শীর্ষ পছন্দের তালিকায় থাকবেন ভারতীয় উইকেট রক্ষক

কিন্তু কেন? জানিয়েছেন খেলোয়াড়। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খেলোয়াড় জানিয়েছেন, সেই সময়ে চরম ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যাট থেকে একেবারেই রান আসছিল না। ফলত, প্রতি ম্যাচেই কার্যত ব্যর্থ হওয়ায় নেতৃত্ব ছেড়েছিলেন রোহিত।

Scroll to Top