BCCI Recruitment: নয়া কোচ খুঁজছে BCCI | BCCI Recruiting Spin Bowling Coach
বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্পিন বোলিং কোচ দরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের। উৎকর্ষ কেন্দ্রের (সিওই) স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে আগেই ইস্তফা দিয়েছেন। বর্তমানে রাজস্থান রয়্যালসের দায়িত্ব নিয়েছেন তিনি। তাই জাতীয় শিবিরে শূন্যস্থান পূরণ করতেই নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল BCCI।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, বাহুতুলে চলে যাওয়ার পর স্পিনারদের পথপ্রদর্শকের খোঁজ চলছে। বোর্ড জানিয়েছে, জাতীয় শিবিরে বয়স ভিত্তিক দল ও সব ফরম্যাটে স্পিন বোলিং উন্নতির জন্য নতুন কোচ নিয়োগ করা হচ্ছে।
BCCI বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আবেদনের পর যিনি নতুন কোচ হিসেবে নিযুক্ত হবেন, তাঁকে মহিলা ও পুরুষ দল তো বটেই সেই সাথে, অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-16, অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-23 দলে কাজ করতে হবে। পাশাপাশি রাজ্য স্তরের দলগুলির সাথেও কাজ করতে হতে পারে।
বোর্ডের বিজ্ঞপ্তি ও বেশ কিছু সূত্র অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড যে নতুন স্পিন কোচ নিয়োগ করবে তাঁকে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচিং সিইও ভিভিএস লক্ষ্মণের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। মূলত এই নতুন কোচ, বয়স ভিত্তিক দল সহ রাজ্য স্তরের দলগুলির বোলিং পারফরমেন্স কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে পরামর্শ দেবেন লক্ষ্মণকে। জানা যাচ্ছে, বিশেষ কোচিং পদ্ধতি তৈরির কাজও করতে হতে পারে।
বোর্ড জানিয়েছে, উৎকর্ষে আসা কোনও ভারতীয় ক্রিকেটের চোট পেলে, রিহ্যাব চলাকালীন তাঁর দেখভাল করা, খেলোয়াড়ের দ্রুত ফিট হওয়ার বিষয়ে নজরদারি, ম্যাচ খেলার জন্য দ্রুত ছাড়পত্র পেতে সাহায্য করা ও সুনির্দিষ্ট সময়ে রিহ্যাব প্রক্রিয়ার শেষ হওয়ার পর তাদের অনুশীলন আয়োজন করার দায়িত্ব থাকবে এই কোচের।
অবশ্যই পড়ুন: পিছিয়ে গেল KKR-র ম্যাচ! রামনবমীর বদলে চূড়ান্ত হল অন্যদিন, রইল তারিখ
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই ভারতের প্রাক্তন ক্রিকেটার হতে হবে। অথবা প্রথম শ্রেণীর ক্রিকেটে কমপক্ষে 75টি পূর্ণ ম্যাচ খেলতে হবে। সূত্রের খবর, আন্তর্জাতিক মঞ্চ অথবা ভারতের এ দল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনও দল কিংবা ভারতের অনূর্ধ্ব-19 দলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকলে ভাল।
এবার ভারতে আসছে অ্যালকাটেল (Alcatel) ব্র্যান্ডের স্মার্টফোন। এই ব্র্যান্ডটি পরিচালনা করে ফরাসি প্রযুক্তি সংস্থা টিসিএল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা…
খুব তাড়াতাড়ি আইফোনের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দিতে পারে Apple। কারণ চলতি বছরের শেষের…
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও…
This website uses cookies.