লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BCCI Recruitment: নয়া কোচ খুঁজছে BCCI | BCCI Recruiting Spin Bowling Coach

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্পিন বোলিং কোচ দরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের। উৎকর্ষ কেন্দ্রের (সিওই) স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে আগেই ইস্তফা দিয়েছেন। বর্তমানে রাজস্থান রয়্যালসের দায়িত্ব নিয়েছেন তিনি। তাই জাতীয় শিবিরে শূন্যস্থান পূরণ করতেই নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল BCCI।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নতুন কোচের মূল কাজ কী হবে?

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, বাহুতুলে চলে যাওয়ার পর স্পিনারদের পথপ্রদর্শকের খোঁজ চলছে। বোর্ড জানিয়েছে, জাতীয় শিবিরে বয়স ভিত্তিক দল ও সব ফরম্যাটে স্পিন বোলিং উন্নতির জন্য নতুন কোচ নিয়োগ করা হচ্ছে।

READ MORE:  IPL 2025: বাদ দিয়েছিল RCB, এবার সেই তরুণই কোহলিদের ত্রাস! চাপ বাড়ল দুই KKR মহারথীরও | Tow Knight Riders Player Is Under Pressure For New KKR Cricketer

BCCI বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আবেদনের পর যিনি নতুন কোচ হিসেবে নিযুক্ত হবেন, তাঁকে মহিলা ও পুরুষ দল তো বটেই সেই সাথে, অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-16, অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-23 দলে কাজ করতে হবে। পাশাপাশি রাজ্য স্তরের দলগুলির সাথেও কাজ করতে হতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ভারতীয় মহারথীর অধীনে থাকতে হবে

বোর্ডের বিজ্ঞপ্তি ও বেশ কিছু সূত্র অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড যে নতুন স্পিন কোচ নিয়োগ করবে তাঁকে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচিং সিইও ভিভিএস লক্ষ্মণের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। মূলত এই নতুন কোচ, বয়স ভিত্তিক দল সহ রাজ্য স্তরের দলগুলির বোলিং পারফরমেন্স কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে পরামর্শ দেবেন লক্ষ্মণকে। জানা যাচ্ছে, বিশেষ কোচিং পদ্ধতি তৈরির কাজও করতে হতে পারে।

READ MORE:  Hardik Pandya: T20 বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি পেয়েও সন্তুষ্ট নন হার্দিক! জানালেন নিজের আগামী লক্ষ্য | Hardik Pandya Is Not Satisfied After Winning CT Trophy

আরও কাজ রয়েছে

বোর্ড জানিয়েছে, উৎকর্ষে আসা কোনও ভারতীয় ক্রিকেটের চোট পেলে, রিহ্যাব চলাকালীন তাঁর দেখভাল করা, খেলোয়াড়ের দ্রুত ফিট হওয়ার বিষয়ে নজরদারি, ম্যাচ খেলার জন্য দ্রুত ছাড়পত্র পেতে সাহায্য করা ও সুনির্দিষ্ট সময়ে রিহ্যাব প্রক্রিয়ার শেষ হওয়ার পর তাদের অনুশীলন আয়োজন করার দায়িত্ব থাকবে এই কোচের।

অবশ্যই পড়ুন: পিছিয়ে গেল KKR-র ম্যাচ! রামনবমীর বদলে চূড়ান্ত হল অন্যদিন, রইল তারিখ

কারা আবেদন করতে পারবেন?

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই ভারতের প্রাক্তন ক্রিকেটার হতে হবে। অথবা প্রথম শ্রেণীর ক্রিকেটে কমপক্ষে 75টি পূর্ণ ম্যাচ খেলতে হবে। সূত্রের খবর, আন্তর্জাতিক মঞ্চ অথবা ভারতের এ দল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনও দল কিংবা ভারতের অনূর্ধ্ব-19 দলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকলে ভাল।

READ MORE:  Injury Of Virat Kohli: ফাইনালের আগেই চোট কোহলির! রবিবার খেলবেন? ভয় ধরাচ্ছে নতুন কারণ | Injury Update Of Virat Kohli

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.