Bengali Serial: প্রেম-কূটকচালি অতীত! শিশুকেন্দ্রিক মেগা আনছে জি বাংলা, প্রকাশ্যে নায়িকার নাম সহ স্টোরি | Zee Bangla New Child Centric Serial Duggamoni cast and story
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে বাংলা বিনোদন জগতে যে সিরিয়ালগুলো সম্প্রচারিত হয় তার মধ্যে প্রেমকাহিনী থেকে শুরু করে সাংসারিক অশান্তি সবই রয়েছে। তবে জনপ্রিয় দুই চ্যানেল স্টার জলসা ও জি বাংলার (Zee Bangla) মধ্যে কোনোটিতেই শিশুকেন্দ্রিক গল্প নেই। অনুরাগের ছোঁয়াতে সোনা-রুপা থাকলেও তারা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে এবার জানা যাচ্ছে জি বাংলার পর্দায় আসতে চলেছে। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো আপনাদের।
যেমনটা জানা যাচ্ছে জি সাহানা দত্তের মিসিং স্ক্রু প্রোডাকশন হাউসের প্রযোজনায় আসতে চলেছে নতুন এই শিশুকেন্দ্রিক ধারাবাহিকটি। যেখানে চার বছরের এক খুদে অভিনেত্রীকে দেখতে পাবেন দর্শকেরা। ইতিমধ্যেই মেগার নামও ঠিক করা হয়ে গিয়েছে, সেটা হল ‘দুগ্গামনি’। এবার প্রশ্ন কবে থেকে দেখা যাবে নতুন মেগা? আর কেমন হবে গল্প?
এর আগে বেশ কিছু শিশু কেন্দ্রিক মেগা সম্প্রচারিত হয়েছে বাংলা টেলিভিশনে। যার মধ্যে অন্যতম একটি হল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’, আজ ‘মা’ সিরিয়ালের কথা বললেই সকলেই বুঝতে পেরে যান কোন মেগার কথা বলা হচ্ছে। কিছুটা তেমনই হতে চলেছে ‘দুগ্গামনি’র কাহিনী। গল্পে ছোট্ট দুগ্গামনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিকী বন্দ্যোপাধ্যায়কে।
খুব ছোট বেলাতেই মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুগ্গামনির। এরপর একটি আশ্রমে থাকতে শুরু করে সে। কিন্তু মুশকিল হল আশ্রমের মালিক তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা শুরু করে। তখন সে কোনোমতে পালিয়ে বাঁচে ও কুমারপাড়ায় আশ্রয় নেয়। শেখেনি কিছুটা বড় হয়ে ওঠে সে আর বুঝতে পারে কার মনে কি আছে। এরপর নিজের মাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে সে। কিভাবে ছোট্ট দুগ্গামনি নিজের মাকে খুঁজে পাবে সেটাই হবে দেখার বিষয়
প্রসঙ্গত, এর আগে জি বাংলায় আরও একটি শিশুকেন্দ্রিক মেগার সম্প্রচার শুরু করা হয়েছিল। হ্যাঁ ঠিকই ধরেছেন ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র কথাই বলছি। সেই গল্পটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছিল অল্পদিনের মধ্যেই। কিন্তু টিআরপি কম হয়ে যাওয়ায় সেটা বন্ধ হয়ে যায়। এরপর বেশ কিছু সময় পেরিয়ে ফের আসতে চলেছে শিশুকেন্দ্রিক ধারাবাহিক।
শ্বেতা মিত্র, কলকাতা: দোলের মুখেই এল বড় খবর। আর এই খবর প্রকাশ্যে এসেছে রেশন কার্ড…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুপ্রতীক্ষিত IPL শুরু হতে আর মাত্র এক সপ্তাহ। প্রথম আসরে বিরাট কোহলিদের…
Infinix Note 50x 5G ভারতের বাজারে আগামী ২৭শে মার্চ লঞ্চ হবে বলে কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে…
Vivo আগামী মাসে একটি মেগা লঞ্চ ইভেন্টে একাধিক পণ্য উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। X200…
প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েকদিন ধরেই কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) তৈরির কাজ চলছে। পুরোদমে চলছে…
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
This website uses cookies.