লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Bengali Serial: বন্ধ হয়ে গেল পরিণীতা, নিম ফুলের মধু, কোন গোপনের শুটিং! আর দেখা যাবে না? | Star Jalsha, Zee Bangla Serial Shooting Stopped

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: বাংলার সিরিয়ালপ্রেমীদের জন্য রইল চরম দুঃসংবাদ। আচমকাই বন্ধ করে দেওয়া হল একের পর এক মেগা। আসলে মেগাগুলির শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে টলি পাড়ায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যার ফলে একগুচ্ছ সিরিয়ালের কাজকর্ম আপাতত বন্ধ। স্বাভাবিকভাবেই এহেন খবরে সিরিয়ালপ্রেমীদের মাথায় বাজ ভেঙে পড়েছে। আজ শুক্রবার থেকে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (ডিএইআই) সদস্যরা শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ফের উত্তপ্ত টলিপাড়া

সূত্রের খবর, পরিচালক শ্রীজিৎ রায়ের সিরিয়ালের প্রযোজক ও পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের এই সিরিজের প্রযোজকদের চিঠি পাঠানো হয়েছে। এই মুহূর্তে বাংলায় অন্তত ২৮টি সিরিয়াল ও ২টি ফিচার ফিল্মের শুটিং হচ্ছে। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (ডিএইআই) সভাপতি সুব্রত সেন বলেন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অফ ইস্টার্ন ইন্ডিয়ার (এফসিটিডব্লিউইআই) নীরবতায় পরিচালকরাও হতাশ।

READ MORE:  Porshuram Ajker Nayok: TRP তালিকায় ঝড় তুলবে ডাবল রোল, 'পরশুরাম আজকের নায়ক'র দিনক্ষণ সহ টাইমস্লট | Star Jalsha Announce Porshuram Ajker Nayok Serial Starting Date And Time Slot

পরিচালক শ্রীজিৎ রায়ের ধারাবাহিকে কাজ করতে চাইছেন না টিম। নিশ্চয়ই ভাবছেন আচমকা কেন এরকম? কারণ হিসাবে জানা যাচ্ছে শ্রীজিৎ রায় নাকি ফেডারেশনের বিরোধী কথাবার্তা বলেছেন। যে কারণে তার জন্য তার টিমের কেউ কোনও কথা শুনতে চাইছেন না।

বন্ধ একের পর এক মেগার শুটিং

জানা গিয়েছে, শ্রীজিৎ রায়ের একটি নতুন ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গেছে। এমনকি বন্ধ হয়ে গেছে বাংলার জনপ্রিয় তিন ধারাবাহিক পরিণীতা, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শুটিংও। সুব্রত সেন বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় বোধ করছি এবং তাই শুক্রবার থেকে টলি পাড়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। শুটিং সব সময় চলতে পারলেও পরিচালকরা ফ্লোরে উপস্থিত থাকবেন না। আমাদের দাবি না মানা অবধি আমরা ফ্লোরে ফিরব না। কেবলমাত্র সেই পরিচালকরা যারা বর্তমানে বাইরে শুটিং করছেন তারা তাদের কাজ চালিয়ে যাবেন কারণ এত হঠাৎ সবকিছু গুটিয়ে ফেলা কঠিন। বাকিরা সেটে যাওয়া থেকে বিরত থাকতে রাজি হয়েছেন।’

READ MORE:  Pahalgam: আরজি কর কাণ্ডের পর এবার পহেলগাঁও! নিজের কায়দায় প্রতিবাদ জানালেন অরিজিৎ সিং | Arijit Singh Cancelled His Music Concert For Pahalgam Attack

আর্ট সেটিং বিভাগের প্রায় ২০ জন সদস্য টানা চার দিন রায়ের সেট থেকে অনুপস্থিত ছিলেন। এই সময়কালে স্টুডিও ভাড়ার জন্য রায়ের আনুমানিক উত্পাদন ক্ষতি ছিল ১ লক্ষ টাকারও বেশি। ‘গানের ওপারে’ ও ‘একেন বাবু’ সিরিজের জন্য পরিচিত আরেক পরিচালক প্রণব মুখোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত তাঁর সিরিজ ‘অচিন্ত্য আইচ’-এর দ্বিতীয় সিজনের শুটিং না হওয়ায় ৯ লাখ টাকা লোকসান করেছেন

READ MORE:  Bhojpuri Video: 'কোমর কমজোর বা রাজা' গানে সোনা পাণ্ডের সাহসী রূপে মুগ্ধ দর্শকরা, দেখুন ভাইরাল ভিডিও
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.