Zee Bangla: জি বাংলার মেগায় তোলপাড় কাণ্ড! আচমকাই সিরিয়াল ছাড়ছেন অভিনেতা | Soumyadeep Mukherjee opens up about Getting of From Jagaddhatri Serial
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলার সিরিয়ালপ্রেমীদের জন্য রইল চরম দুঃসংবাদ। আচমকাই বন্ধ করে দেওয়া হল একের পর এক মেগা। আসলে মেগাগুলির শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে টলি পাড়ায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যার ফলে একগুচ্ছ সিরিয়ালের কাজকর্ম আপাতত বন্ধ। স্বাভাবিকভাবেই এহেন খবরে সিরিয়ালপ্রেমীদের মাথায় বাজ ভেঙে পড়েছে। আজ শুক্রবার থেকে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (ডিএইআই) সদস্যরা শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সূত্রের খবর, পরিচালক শ্রীজিৎ রায়ের সিরিয়ালের প্রযোজক ও পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের এই সিরিজের প্রযোজকদের চিঠি পাঠানো হয়েছে। এই মুহূর্তে বাংলায় অন্তত ২৮টি সিরিয়াল ও ২টি ফিচার ফিল্মের শুটিং হচ্ছে। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (ডিএইআই) সভাপতি সুব্রত সেন বলেন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অফ ইস্টার্ন ইন্ডিয়ার (এফসিটিডব্লিউইআই) নীরবতায় পরিচালকরাও হতাশ।
পরিচালক শ্রীজিৎ রায়ের ধারাবাহিকে কাজ করতে চাইছেন না টিম। নিশ্চয়ই ভাবছেন আচমকা কেন এরকম? কারণ হিসাবে জানা যাচ্ছে শ্রীজিৎ রায় নাকি ফেডারেশনের বিরোধী কথাবার্তা বলেছেন। যে কারণে তার জন্য তার টিমের কেউ কোনও কথা শুনতে চাইছেন না।
জানা গিয়েছে, শ্রীজিৎ রায়ের একটি নতুন ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গেছে। এমনকি বন্ধ হয়ে গেছে বাংলার জনপ্রিয় তিন ধারাবাহিক পরিণীতা, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শুটিংও। সুব্রত সেন বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় বোধ করছি এবং তাই শুক্রবার থেকে টলি পাড়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। শুটিং সব সময় চলতে পারলেও পরিচালকরা ফ্লোরে উপস্থিত থাকবেন না। আমাদের দাবি না মানা অবধি আমরা ফ্লোরে ফিরব না। কেবলমাত্র সেই পরিচালকরা যারা বর্তমানে বাইরে শুটিং করছেন তারা তাদের কাজ চালিয়ে যাবেন কারণ এত হঠাৎ সবকিছু গুটিয়ে ফেলা কঠিন। বাকিরা সেটে যাওয়া থেকে বিরত থাকতে রাজি হয়েছেন।’
আর্ট সেটিং বিভাগের প্রায় ২০ জন সদস্য টানা চার দিন রায়ের সেট থেকে অনুপস্থিত ছিলেন। এই সময়কালে স্টুডিও ভাড়ার জন্য রায়ের আনুমানিক উত্পাদন ক্ষতি ছিল ১ লক্ষ টাকারও বেশি। ‘গানের ওপারে’ ও ‘একেন বাবু’ সিরিজের জন্য পরিচিত আরেক পরিচালক প্রণব মুখোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত তাঁর সিরিজ ‘অচিন্ত্য আইচ’-এর দ্বিতীয় সিজনের শুটিং না হওয়ায় ৯ লাখ টাকা লোকসান করেছেন
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.