Bengali Serial: শেষ সম্প্রচার! TRP-র গেঁড়োয় জি বাংলায় একসঙ্গে বন্ধ দুটি জনপ্রিয় সিরিয়াল | Zee Bangla 2 Serial Going Off
সহেলি মিত্র, কলকাতা : বাংলা সিরিয়ালপ্রেমীদের (Bengali Serial) জন্য রইল অত্যন্ত খারাপ খবর। শেষ হতে চলেছে আরও কয়েকটি মেগা। এবার একটা নয়, একসঙ্গে বন্ধ হতে চলেছে দুটি মেগা সিরিয়ালের। হ্যাঁ ঠিকই শুনেছেন। দীর্ঘ বেশ কিছু সময় ধরে চলা মেগা সিরিয়াল বন্ধ হওয়া কিন্তু মুখের কথা নয়, তবে এবার সেটাই হল। যে কারণে বেজায় মন খারাপ সিরিয়াল-প্রেমীদের। এমনিতে বেশ কিছু সময় ধরে বাংলা চ্যানেলগুলি যেমন জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলায় একের পর এক সিরিয়াল আসছে তো আবার কিছু সিরিয়ালে পথ চলাও বন্ধ হচ্ছে। এবারও তেমনি দুটি সিরিয়ালের কপাল পুড়ল। এখন নিশ্চয়ই ভাবছেন কোন চ্যানেলের কোন দুটি মেগা বন্ধ হচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
জানা যাচ্ছে, আজ ১৯ এপ্রিল শেষ দিনের শুটিং হয়ে গেল জি বাংলার দুটি মেগার। আর এহেন খবরে মন খারাপ দর্শকদের। এখন নিশ্চয়ই ভাবছেন সেই দুটি সিরিয়াল কোনগুলি? তাহলে জানিয়ে রাখি, বন্ধ হয়ে গেল অমর সঙ্গী এবং পূবের ময়না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। স্টার কাস্ট ভালো থাকলেও মূলত বারবার টিআরপির কাছে এসে হার মানতে হচ্ছিল দুটি মেগাকে। ফলে যা হওয়ার তাই হল। বন্ধ হয়ে গেল দুটি মেগা।
জি বাংলায় অমর সঙ্গী সিরিয়ালে মুখ্য চরিত্রে ছিলেন নীল মুখোপধ্যায় ও শ্যামৌপ্তি সাহা। অন্য দিকে, পূবের ময়নায় লিড রোলে অভিনয় করেন ঐশানী দে ও গৌরব রায়চৌধুরী। এই দুই জোড়া দম্পতিকে বেশ পছন্দও করছিলেন দর্শকরা। কিন্তু দিনের শেষে টিআরপিই কথা বলে, আর যেটা এই দুই মেগা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। পূবের ময়নাতে দেখা যাবে গুঞ্জার কাঁটা সরে যাবে পথ থেকে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে বিয়ে করে নেবে রোদ্দুর আর ময়না। আর অন্য দিকে, অমর সঙ্গী ধারাবাহিকে রাজ ও শ্রীর মিল তো হয়েই গিয়েছিল। শেষ দিনে, তাঁদের কোলে আসবে ফুটফুটে এক সন্তান। অর্থাৎ হ্যাপি এন্ডিং।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি জি বাংলায় নতুন কোনো মেগা আসছে? জি বাংলায় ইচ্ছেধারী নাগকন্যা নামের একটি ধারাবাহিক আসার কথা রয়েছে। এর মধ্যে প্রোমোও শ্যুট হয়ে গিয়েছে। যদিও নায়ক-নায়িকা কে থাকবে, তা জানানো হয়নি। শুধু একটা আভাস দেওয়া হয়েছে। ভিএফএক্স দিয়ে তৈরি ভিডিয়োতে দেখা গিয়েছে যে, এক পূর্ণিমার রাতে একে-অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে দুটি সাপ। দেখা যাচ্ছে একটি শিবমূর্তিও। এরপর আগামী দিনে কী হয়? আর এই সিরিয়াল কবেই বা শুরু হবে তা সময় বলবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.