Bengali TV Show: TRP-র গেঁড়োয় বন্ধের মুখে আরেক মেগা! নতুন শো আসছে জি বাংলায় | New Serial In Zee Bangla
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের রেকর্ড অব্যাহত রাখল Zee Bangla। আবারও একবার চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন এক চমক দেওয়া হল যার দরুণ চোখ কপালে উঠেছে দর্শকদের। ইতিমধ্যে টিআরপি তালিকায় একপ্রকার রাজত্ব করছে এই চ্যানেল। একের পর মেগা TRP তালিকায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এবার জি বাংলায় আসতে চলেছে আরও এক নতুন মেগা (Bengali TV Show), যার প্রোমো প্রকাশ পেল। আর এই নতুন মেগার প্রোমো দেখে যখন কিছু দর্শক খুশি, তো আবার কিছু দর্শক ভাবছেন কোন সিরিয়ালের কপাল পুড়তে চলেছে? যাইহোক, বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
জি বাংলার তরফে জানানো হয়েছে, শীঘ্রই আসছে ‘ইচ্ছাধারী নাগকন্যা।’ প্রকাশ্যে এসেছে প্রোমো। যদিও আসন্ন এই মেগায় কোন অভিনেতা, অভিনেত্রীদের দেখা যাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। ফলে নতুন ধারাবাহিক আসছে মানে পুরনো কোনও মেগা বন্ধ হবে নয়তো স্লট বদল হবে। তবে এক্ষেত্রে জানা যাচ্ছে, কপাল পুড়তে চলেছে এক পুরনো মেগার। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন সিরিয়ালের পথচলা শেষ হচ্ছে?
টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শেষ হতে চলেছে ‘অমর সঙ্গী।’ এই মেগায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে, নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলি। এছাড়া বাকি আরও অন্যান্য কলাকুশলী তো রয়েইছেন। এদিকে এই খবর চাউর হতেই মন খারাপ বহু দর্শকের।
২০২৪ সালের আগস্ট মাসের ১২ তারিখ শুরু হয়েছে অমর সঙ্গী ধারাবাহিকটি। তবে এখন জানা যাচ্ছে, এটি নাকি শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। প্রশ্ন উঠছে, আচমকা কেন মেগাটি বন্ধ হচ্ছে? যেহেতু নতুন গল্প আসছে সেজন্য এই মেগাটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অমর সঙ্গী ধারাবাহিকে নীল এবং শ্যামৌপ্তির চরিত্রে নাম রাজ ও শ্রী। গল্পে দেখা যায় রাজ গরীব পরিবারের ছেলে। কিন্তু সে নিজের সত্য, বাস্তবতা লুকিয়ে রাখে শ্রীর থেকে। অন্যদিকে শ্রী প্রভাবশালী পরিবারের মেয়ে। প্রথমে সব লুকিয়ে রাখলেও বিয়ের আগে হবু স্ত্রীকে নিজের সত্যতা জানিয়ে দেয়। কিন্তু সেটা শুনে অবাক হলেও রাজের হাত ছেড়ে দেয় না শ্রী। এভাবেই এগোতে থাকে গল্প। দুজনের জুটিকে দর্শকরা বেশ পছন্দও করেছেন। কিন্তু এবার এটি নাকি বন্ধ হতে চলেছে বলে খবর।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.