লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Bercelona Football: ফোনে ফুটবলের ছোঁয়ায়! এফসি বার্সেলোনার থিমে আসছে HMD Fusion ও HMD 3210

Published on:

টেকনোলজির সাথে ফুটবলের এক সমন্বয় আনতে চলেছে এইচএমডি গ্লোবাল। এবছরের মার্চের শুরুতে HMD ঘোষণা করে যে তারা এফসি বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। এবার সেই চুক্তির প্রথম ফসল বাজারে আনতে চলেছে HMD। সংস্থাটি ঘোষণা করেছে, তারা এফসি বার্সেলোনার থিমে দুইটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে, যাদের নাম HMD Fusion ও HMD 3210।

READ MORE:  Samsung Galaxy A06 5G Launched: স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি দশ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‌্যাম সহ লঞ্চ হল | Samsung Galaxy A06 5G Price in India

আগেই পর্দা উঠেছে HMD Fusion ও HMD 3210 এর উপর থেকে

উভয় ফোনকে ইতিমধ্যেই বার্সেলোনার ক্লাব মিউজিয়ামে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ইভেন্টে দেখা গেছে। হ্যান্ডসেট দুটির ডিজাইন ও থিম পুরোপুরি এফসি বার্সেলোনার গৌরবময় ইতিহাস এবং ফ্যানদের ভালোবাসার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

HMD Fusion

জানা গেছে, HMD Fusion স্মার্টফোনের পিছনের প্যানেলে বার্সার খেলোয়াড়দের স্বাক্ষর থাকবে, যা UV আলোতে ফুটে উঠবে। এতে পাওয়া যাবে এফসি বার্সেলোনার থিম ও এক্সক্লুসিভ ওয়ালপেপার, যা ব্যবহারকারীকে পুরোপুরি বার্সা ফ্লেভার দেবে।

HMD 3210

আর HMD 3210 একটি ফিচার ফোন হবে। এটি Blau (নীল) এবং Grana (লাল) অর্থাৎ বার্সার ক্লাব রঙে পাওয়া যাবে। এতে থাকবে “Mes Que Un Club” স্লোগানসহ এক্সক্লুসিভ ওয়ালপেপার। এমনকি জনপ্রিয় Snake গেমটিও থাকবে বার্সার জার্সির রঙে – নীল ও লাল স্ট্রাইপে।

READ MORE:  Oppo Find X8s: ১৬ জিবি র‍্যামের সাথে আসছে ওপ্পোর নতুন ফোন, থাকবে ১ টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ | Oppo Find X8s Launch Date on April 10

দাম

HMD Fusion ও 3210-এর বার্সা এডিশনের দাম ও উপলব্ধতা সংক্রান্ত তথ্য আগামীকাল প্রকাশ করা হবে বলে জানিয়েছে এইচএমডি। ফুটবল ও প্রযুক্তিপ্রেমীদের জন্য উভয় ফোন‌ পছন্দের হবে বলেই আমাদের বিশ্বাস।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.