বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফল ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ (Best IPL XI) ঘোষণা করলেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার তথা কলকাতা নাইট রাইডার্সের বড় অস্ত্র অভিজ্ঞ মঈন আলি। ক্রিকেট বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়দের দলে রেখেছেন নাইট তারকা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, মঈন আলির হাতে তৈরি একাদশ নাকি IPL ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দল হতে চলেছে। তবে দুঃখের বিষয়, এই ঘরানার সফল ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হয়েও মঈনের দলে জায়গা হয়নি ভারতীয় মহাতারকা রোহিত শর্মার। হিটম্যানের পাশাপাশি মঈনের দল পাননি সুরেশ রায়না ও ডেভিড ওয়ার্নারের মতো বড় মাপের খেলোয়াড়রাও।
মঈনের দল পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকারা
সম্প্রতি নাইট তারকা মঈন আলি যে IPL একাদশ ঘোষণা করেছেন তাতে বেশিরভাগই ওয়েস্ট ইন্ডিজ তারকা! হ্যাঁ, সেরা ওপেনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিস গেইলকে দলে রেখেছেন আলি। সেই সাথেই দলে জায়গা হয়েছে ভয়ঙ্কর ক্যারিবিয়ান তারকা তথা মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ঝাঁপিয়ে পড়া কাইরন পোলার্ড, KKR তারকা আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর। তবে সবচেয়ে মজার বিষয়, মঈন আলির সেরা একাদশে জায়গা হয়নি তাঁর দেশের কারোরই।
হার্দিক-কোহলিদের দলে রেখেছেন মঈন আলি
ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার মঈন আলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে সেরা একাদশ ঘোষণা করেছেন তাতে ওপেনার হিসেবে জায়গা হয়েছে ভারতীয় মহাতারকা বিরাট কোহলির। পাশাপাশি নাইট তারকার একাদশে ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি ও জসপ্রীত বুমরাহ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অভিজ্ঞ মঈন আলি তাঁর সেরা একাদশে উইকেটকিপার-ব্যাটার হিসেবে ধোনিকেই যোগ্য মনে করেছেন। বলে রাখি, ক্যাপ্টেন কুলের সাফল্যের কথা মাথায় রেখে তাঁকেই দলের অধিনায়ক করেছেন মঈন।
অবশ্যই পড়ুন: অর্জুন পর্ব শেষ! এবার সাঙ্গাকারার প্রেমে মজেছেন মালাইকা? হইহই নেট পাড়ায়
এক নজরে মঈনের সেরা IPL একাদশ
ক্রিস গেইল, বিরাট কোহলি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হার্দিক পান্ডিয়া, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রশিদ খান, কাগিসো রাবাডা ও জসপ্রীত বুমরাহ।