Best Smartphone Under 12000: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, OnePlus, Poco স্মার্টফোন, দাম শুরু ১০৯৯৯ টাকা থেকে | Best Smartphone 108 Megapixel Camera

ভালো ক্যামেরা স্মার্টফোনের চাহিদা বাজারে তুঙ্গে। এমন পরিস্থিতিতে আপনি যদি কম বাজেটের মধ্যে দুর্দান্ত ক্যামেরার কোনো ফোন খুঁজে থাকেন, তাহলে বিকল্পের অভাব নেই। এই প্রতিবেদনে আমরা এমনই ৪টি সেরা ক্যামেরা স্মার্টফোনের বিষয়ে বলবো, যেখানে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। ভালো রিয়ার ক্যামেরা সহ এগুলিতে শক্তিশালী ব্যাটারি আছে। এর পাশাপাশি উজ্জ্বল ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে ডিভাইসগুলিতে।

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সেরা স্মার্টফোন

POCO M6 Plus 5G

পোকোর এই ডিভাইসের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। ফটোগ্রাফির জন্য এতে আছে ১০৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনের ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Samsung Galaxy M35 5G Discount: 50MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারির Samsung 5G স্মার্টফোন বাম্পার ডিসকাউন্টে কিনুন | Samsung Galaxy M35 5G Price

OnePlus Nord CE 3 Lite 5G

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৬১৮ টাকা। ফটোগ্রাফির জন্য এতে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফির জন্য, আপনি এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটির ডিসপ্লে সাইজ ৬.৭২ ইঞ্চি। এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি‌ আছে। এই ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  ব্যাপক চাহিদা স্মার্টফোনের, দেশের ইলেকট্রনিক্স প্রোডাক্ট রফতানি ছুঁলো ২.৫ লক্ষ কোটি টাকা | First Time Smartphone India Electronics Exports

Redmi 13 5G

রেডমি ১৩ ৫জি এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় ১১,৯৬৮ টাকায় পাওয়া যাচ্ছে। এর পিছনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা উপস্থিত। প্রাইমারি ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেল। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রসেসর হিসেবে এই ফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ পাওয়া যাবে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০৩০ এমএএইচ যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  ১৫ হাজার টাকার কমে ৮ জিবি র‌্যাম সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, Samsung, Realme-র সেরা ফোন

POCO X6 Neo 5G

পোকো এক্স৬ নিও ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ এতে দুটি ক্যামেরা আছে। এর মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট। হ্যান্ডসেটটির ডিসপ্লে সাইজ ৬.৬৭ ইঞ্চি, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Scroll to Top