Best Stocks For April: এপ্রিলে ভাগ্য ফেরাতে পারে এই ৩ স্টক! বিনিয়োগ করলে হতে পারে লক্ষ্মীলাভ | Best 3 Stocks To Buy
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার, পহেলা এপ্রিল 3 স্টকে (Stocks) ভাগ্য খুলতে পারে বিনিয়োগকারীদের। ব্রোকারেজ ফার্মের তথ্য অনুযায়ী, আগামীকাল নতুন স্টক কিনতে চাইলে মূলত 3 সংস্থায় ভরসা রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, কোন স্টকগুলিতে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
ব্রোকারেজ ফার্মের পরামর্শ অনুযায়ী, HDFC LIFE লিমিটেডের বর্তমান বাজার মূল্য 686-র কাছাকাছি। বেশকিছু রিপোর্ট বলছে, এই স্টকটি শার্প রিভার্সালের দিকে ইঙ্গিত দিচ্ছে। ফলত, ইতিবাচক সংকেত পাওয়ায় স্টকটি আগামী কিছুদিনের মধ্যে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে পারে। সূত্রের খবর, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদ ও দীর্ঘমেয়াদ অর্থাৎ 20 দিন, 50 দিন ও 200 দিনের EMA স্তরের ওপর একটি টেকনিক্যাল স্থিতিস্থাপক লক্ষ্য করা যাচ্ছে।
স্টক মার্কেটের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার HDFC LIFE 0.56 শতাংশর মাঝামাঝি বৃদ্ধি দেখিয়েছে। বলা হচ্ছে, শেষবারের মতো 688.25 ইন্ট্রাডে হাই সহ 685.7 টাকায় ক্লোজ হয়েছে। স্টক মার্কেটের বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েকদিনের মধ্যে এই স্টকটির মূল্য উর্ধ্বমুখী হতে পারে। শোনা যাচ্ছে, খুব সম্ভবত স্টকটি 700 টাকা বা তার বেশি টার্গেটে হিট করতে পারে। তাই এপ্রিলের প্রথম দিন যদি স্টকটি কেনার কথা ভাবেন তবে, 730 টার্গেট সেট করে 660 লেভেলে একটি স্টপ লস সেট করুন।
ভারতের অন্যতম সফল সংস্থা TATA-র TATACONSUM স্টকটি বর্তমানে 1000.9 টাকায় ট্রেড করছে। বিশেষজ্ঞদের মতে, স্টকটি সাধারণ পরিসরে চলছে। বর্তমানে এই স্টকের শক্তিশালী সাপোর্ট হিসেবে 970 ও 1015-র কাছাকাছি রেজিস্ট্যান্স আছে। বিশেষজ্ঞরা বলছেন, এই স্টক যদি একবার 1015-র ওপর যায় সেক্ষেত্রে সেটি একেবারে 1070 অথবা তার থেকেও বেশি উঠবে।
অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, এপ্রিলের প্রথম দিন যদি স্টপ লস সেট করে এই স্টকটিতে বিনিয়োগ করার কথা ভাবেন সে ক্ষেত্রে 970 এ স্টপ লস সেট করে 1070 এর কাছাকাছি টার্গেট বেঁধে রেখে ইনভেস্ট করার সুযোগ খুঁজতে পারেন।
প্রসঙ্গত, HDFC LIFE ও TATA CONSUM ছাড়াও HAVELLS স্টকে বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে বলে রাখি, সাম্প্রতিক লোয়ের পর কিছু উল্লেখযোগ্য রিকভারি লক্ষ্য করা যাচ্ছে এই শেয়ারে। সর্বশেষ আপডেট অনুযায়ী, বর্তমানে 1528.9 টাকায় ট্রেড করছে এই স্টক। তাই এটি ক্রয় করতে চাইলে অবশ্যই স্টপ লস সেট করে তবেই ঝুঁকি নেবেন।
অবশ্যই পড়ুন: IPL-র সর্বকালের সেরা একাদশ বাছলেন মঈন আলি, দলে KKR-এর মাত্র একজন! দেখুন লিস্ট
( মনে রাখবেন, শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। India Hood-এর প্রতিবেদন দেখে বিনিয়োগ করার চিন্তা মাথায় এলে, অবশ্যই যোগ্য ব্যক্তির সাথে আলোচনা করুন। India Hood কখনই শেয়ারবাজার বা অর্থ লগ্নী সংক্রান্ত পরামর্শ দেয় না। আমাদের কাজ পাঠকের কাছে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা।)
শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র দহনজ্বালার মধ্যে ব্যাপক স্বস্তির খবর। অবশেষে দক্ষিণবঙ্গ ফের একবার বৃষ্টির মুখ…
Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩রা মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই…
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
This website uses cookies.