BFUHS Recruitment 2025: বেতন ৫৩,১০০ টাকা! স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্যপদে চাকরি, কাজের খবর | Kajer Khobor, Chakrir Khobor, Chakrir Khoj
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে মেডিকেল অফিসার নিয়োগের (BFUHS Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। হ্যাঁ, এখানে পুরুষ-মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। এমনকি অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে। শুধু তাই নয়, চাকরির শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।
কাদের জন্য কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদন বিশেষ পর্যন্ত পড়ুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানানো হয়েছে, এখানে মেডিকেল অফিসার (জেনারেল) পদে নিয়োগ করা হবে। শূন্যপদের দিকে যদি তাকাই, তাহলে মোট 1000টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে জেনারেলদের জন্য 328টি, SC-দের জন্য 234টি, EWS-এর জন্য 84টি, এরকম বিভিন্ন ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে.
যেমনটা জানা যাচ্ছে, আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই MBBS ডিগ্রি অর্জন করতে হবে এবং মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর পাঞ্জাবি ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে মাধ্যমিক স্তর পর্যন্ত। কারণ এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঞ্জাব রাজ্যের ফরিদকোট বাবা ফারিদ বিশ্ববিদ্যালয় অফ হেলথ সায়েন্সেসের (BFUHS) তরফ থেকে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে 37 বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
আগেই বলা হয়েছে, এখানে শুরুতেই মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, চাকরি পেলে পে-লেভেল 7 অনুযায়ী 53,100 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে।
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
জানিয়ে রাখি, এখানে General / OBC / EWS প্রার্থীদের আবেদন করার জন্য 2360 টাকা আবেদন ফি লাগবে এবং SC প্রার্থীদের আবেদন করার জন্য 1180 টাকা ফি লাগবে।
যেমনটা জানা যাচ্ছে, এখানে 25 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 15 মে, 2025 পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া ভালো।
প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর মেধা তালিকা প্রকাশ করা হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.