লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

BGMI সহ বিভিন্ন মোবাইল গেম খেলার জন্য দুর্দান্ত স্মার্টফোন আনছে Realme, এই মাসেই লঞ্চ

Updated on:

ভারতীয় ক্রেতাদের জন্য সুখবর শোনাল রিয়েলমি। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এদেশে Realme P3 সিরিজের আগমনের ঘোষণা করছে। এই লাইনআপে একাধিক স্মার্টফোন লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। প্রথম ফোনটি Realme P3 Pro বলে নিশ্চিত করা হয়েছে। টিজারে মডেলটির বেশ কিছু ফিচার্স তুলে ধরা হয়েছে।

আসন্ন ফোনটি গত বছরের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করা Realme P2 Pro 5G-এর উত্তরসূরী হিসাবে আসছে। এছাড়া, রিয়েলমি আরও ঘোষণা করেছে যে তারা Battlegrounds Mobile India সিরিজ এবং Battlegrounds Mobile India Pro সিরিজ 2025 এর জন্য অফিসিয়াল স্মার্টফোন পার্টনার হবে।

READ MORE:  অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোন আসছে বাজারে, লঞ্চ আগামী সপ্তাহেই!

Realme P3 সিরিজ ভারতে আসছে

রিয়েলমি পি৩ সিরিজের উপলব্ধতা নিশ্চিত করে ফ্লিপকার্ট তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটির একটি মাইক্রোসাইট পোস্ট করেছে। তবে এখনও লঞ্চের দিনক্ষণ প্রকাশ হয়নি এবং প্রো ভেরিয়েন্ট ছাড়া পি৩ সিরিজের আর কোন মডেল আসবে, তা জানানো হয়নি। রিয়েলমি পি৩ প্রো-তে ব্র্যান্ডের জিটি বুস্ট ফিচার থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি স্থিতিশীল ফ্রেম রেট, উচ্চ ফ্রেম রেট সাপোর্টের পাশাপাশি, অভ্যন্তরীণ তাপমাত্রা অপ্টিমাইজ করবে।

READ MORE:  Apple iphone 16 Sale in Indonesia: অবশেষে ব্যান উঠলো iPhone 16 সিরিজের উপর থেকে, ১১ এপ্রিল থেকে বিক্রি শুরু | Apple iphone 16 Series Ban Lifted in Indonesia

আরও পড়ুনঃ দরকারি ফিচার্সের সঙ্গে একঝাঁক অত্যাধুনিক স্মার্টফোন তৈরি করছে Vivo, লঞ্চ হবে শীঘ্রই

এছাড়াও, ফিচারটি নেটওয়ার্ক কানেকশনে স্টেবিলিটি প্রদান করবে। এটি মসৃণ গ্রাফিক্স, দ্রুত স্পর্শ প্রতিক্রিয়া ও আরও ভাল প্রতিক্রিয়াশীলতার মাধ্যমে গেম খেলার অভিজ্ঞতা উন্নত করবে। উল্লেখ্য, Realme P3 Pro ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

ডিভাইসটি স্যাটার্ন ব্লু, গ্যালাক্সি পার্পেল, ও নেবুলা ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। স্টোরেজ অপশন থাকতে পারে তিনটি — ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ২৫৬ জিবি। Realme P2 Pro মডেলটির দাম ভারতে ২১,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছিল। ফোনটির সাক্সেসর বা উত্তরসূরীর দাম এর থেকে বেশি না কম হয়, সেটাই এখন দেখার বিষয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Realme P3x 5G হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসরের প্রথম ফোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.