লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Big News: RCB-র ম্যাচের আগেই বড় আপডেট! KKR-এ খেলা ১১ কোটির প্লেয়ার যোগ দিচ্ছেন LSG-তে? | Shardul Thakur Joining LSG

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই বড় চমক! রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের আগেই নাইট তারকাকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। হ্যাঁ, শোনা যাচ্ছে KKR-এর 10 কোটি 75 লাখের প্লেয়ার চলে যাচ্ছেন ঋষভ পন্থের দল লখনউ সুপার জায়ান্টে। কথা হচ্ছে, নাইটদের প্রাক্তন সতীর্থ তথা ভারতীয় পেসার শার্দুল ঠাকুর সম্পর্কে। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, LSG-র তরুণ পেসার আহত হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন গত নভেম্বরের অকশনে অবিক্রিত থাকা শার্দুল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তরুণ পেসারের বিকল্প শার্দুল

আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে বেশ কয়েকটি সূত্র বলছে, লখনউ সুপার জায়ান্টের তরুণ পেসার মহসিন খানের চোট থাকায় তাঁর পরিবর্তে ভারতের অভিজ্ঞ পেসার শার্দুল ঠাকুরকে দলে টানবে LSG। শোনা যাচ্ছে সম্প্রতি, তাঁর সাথে নাকি চুক্তির বিষয়ে কথা হয়ে গিয়েছে।

READ MORE:  Top 5 Wicket Taker In IPL: IPL-র সর্বোচ্চ উইকেট শিকারির প্রথম পাঁচে নেই বুমরাহ! লিস্টে এক KKR তারকা | Top 5 Wicket Taker In IPL

সূত্র বলছে, গত নভেম্বরে অকশন টেবিলে অবিক্রিত থাকার যন্ত্রণা LSG দলে গিয়েই ঘুঁচিয়ে নেবেন ঠাকুর। খোঁজ নিয়ে জানা গেল, দিল্লির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে LSG দলে যোগ দিতেই বিশাখাপত্তনম যাবেন শার্দুল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মহসিন খানের ইঞ্জুরি আপডেট

মূলত ACL বা হাঁটুর চোটে ভুগছেন LSG-র তরুণ পেসার মহসিন খান। যার কারণে গত তিন মাস ক্রিকেট থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। বল হাতে নাকি সেভাবে অনুশীলনও করতে পারেননি মহসিন। শেষবারের মতো লখনউয়ের হয়ে নেট বোলিং করতে গিয়ে ফের হাটুতে টান পেয়েছিলেন মহসিন।

READ MORE:  PCB Vs Corbin Bosch: IPL আটকাতে নতুন ফন্দি? মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে আইনি নোটিস দিল পাকিস্তান বোর্ড | PCB Sends Legal Notice To MI Star

শেষ পর্যন্ত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাচ্ছেন তিনি। সূত্রের খবর, এনসিএর চিকিৎসক দল নাকি জানিয়েছে, মহসিন পুরোপুরি ফিট নন। তাই বাধ্য হয়েই তাঁর বিকল্প খুঁজে নিল LSG।

অবশ্যই পড়ুন: ইডেন থেকে সরল KKR-এর হাই ভোল্টেজ ম্যাচ, কোথায় গড়াবে নাইটদের মহারণ?

উপকৃত হবে LSG

লখনউ দলে এ মরসুমে কার্যত মূল পেসার ছিলেন 26 বছরের মহসিন। তবে তিনি চোটের কারণে বাইরে থাকায় আসন্ন ম্যাচ গুলিতে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন শার্দুল। কেননা, ঠাকুর ছাড়া পন্থের দলে তেমন কোনও অভিজ্ঞ পেসার নেই।

READ MORE:  Shreyas Iyer On KKR:IPL জিতেও মেলেনি যোগ্য সম্মান! সাইলেন্ট হিরোর তকমা পেতেই KKR নিয়ে বিস্ফোরক শ্রেয়স | Shreyas Iyer Opens Up About KKR

যদিও সেখানে একমাত্র বিদেশি পেসার হিসেবে রাজবর্ধন হাঙ্গারগেকার রয়েছেন। এছাড়াও মায়াঙ্ক যাদবরা চোটের কারণে এখনও পুরোপুরি দলে ভিড়তে পারেননি। কাজেই বলা যায়, এ মরসুমে শার্দুল যদি খেলেন সেক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবে LSG।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.