BNC Perfetto Electric Scooter Launched: জাপানি প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে, ফুল চার্জে পাবেন ১৬০ কিমি রেঞ্জ | BNC Perfetto Electric Scooter Price

তামিলনাড়ুর বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা বিএনসি মোটরস (BNC Motors) ভারতে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার, পারফেটো (Perfetto) লঞ্চ করল। এই স্কুটারের ডিজাইন অনেকটা ৯০-এর দশকের স্কুটারের মতো। জাপানি কোম্পানি মুসাশির সাথে যৌথভাবে এই স্কুটার লঞ্চ করেছে বিএনসি মোটরস। স্কুটারের সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টা।

BNC Perfetto ইলেকট্রিক স্কুটারের দাম

মূলত, শহরের যাতায়াতের জন্য পারফেটো ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে কোম্পানি। এতে রয়েছে মেটাল বডি, অনেকটা বাজাজ চেতকের মতো। ক্লাসিক ডিজাইনের সঙ্গে এতে রয়েছে আধুনিক ফিচার্স। চারটি রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার – প্যাংগং ব্লু, নীলগিরিস গ্রিন, টোকিও রেড এবং ভেনেটো হোয়াইট। স্কুটারের দাম ১.১৩ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

READ MORE:  Ola Gen 3 Electric Scooter: মাস শেষে চমক, 31 জানুয়ারি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইলেকট্রিক স্কুটার আনছে Ola | Ola Gen 3 Electric Scooter Launch Date

রেঞ্জ ও ফিচার্স

স্কুটারটির ব্যাটারি প্যাকটি BNC-এর নিজস্ব Etrol 40 ব্যাটারি এবং ইলেকট্রিক ড্রাইভট্রেন জাপানের মুসাশি দ্বারা তৈরি করা হয়েছে। কোম্পানির দাবি ফুল চার্জে এই স্কুটার ১৬০ কিলোমিটার চলতে পারবে। আরও দাবি, এই টু-হুইলার ৩.৭ সেকেন্ডে ০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি স্পর্শ করতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার।

হার্ডওয়্যার সেটআপের মধ্যে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও সিঙ্গেল-সাইডেড রিয়ার শক অ্যাবজর্বার। উভয় প্রান্তে ড্রাম ব্রেক এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রয়েছে। কোম্পানির দাবি, যে পারফেটোতে এই সেগমেন্টের সবচেয়ে বড় ফ্লোরবোর্ড রয়েছে। ৭৫০ মিলিমিটার লম্বা সিট এবং সিটের নিচে ২৫ লিটার স্টোরেজ পাওয়া যাবে এই স্কুটারে।

READ MORE:  এবার বাজারে ঝড় তুলবে Yamaha, আগুনে লুকস নিয়ে দেশে আসছে নতুন বাইক

Scroll to Top